বুকে ব্যথা, হাসপাতালে ভর্তি গিলানি
Web Desk, ABP Ananda
Updated at:
02 Feb 2017 02:16 PM (IST)
শ্রীনগর: গতকাল রাতে আচমকা বুকে ব্যথা শুরু হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয় সৈয়দ আলি শা গিলানিকে। কট্টরপন্থী কাশ্মারী হুরিয়ত নেতার সহযোগী জানিয়েছেন, বুকে ব্যথা থেকে অসুস্থ বোধ করেন এই প্রবীণ বিচ্ছিন্নতাবাদী নেতা। তাঁকে এসকেআইএমএস হাসপাতালে ভর্তি করা হয়। তিনি চিকিত্সাধীন রয়েছেন সেখানকার আইসিইিউ-তে। ৮৭ বছরের গিলানির অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন হাসপাতালের ডাক্তাররা। প্রসঙ্গত, প্রতি বছর শীতের মরসুমটা দিল্লিতেই কাটান তিনি, ঠান্ডা লেগে নানা ধরনের শারীরিক সমস্যার হাত থেকে বাঁচতে। কিন্তু এবার তিনি কাশ্মীরেই থেকে গিয়েছেন।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -