নয়াদিল্লি: আগামী ১ এপ্রিল থেকেই বাড়তে চলেছে গাড়ি, স্বাস্থ্যবিমার প্রিমিয়ামের খরচ। এজেন্টদের কমিশনের পরিমাণ বাড়ার কারণেই বাড়বে প্রিমিয়াম। তবে বর্তমানে কোনও গ্রাহক যে প্রিমিয়াম দেন, তার থেকে ৫ শতাংশ বেশি বা কমের মধ্যেই থাকবে বর্ধিত প্রিমিয়াম। এজেন্টদের কমিশন খতিয়ে দেখার ব্যাপারে ইতিমধ্যেই বিমা কোম্পানিগুলোকে সবুজ সংকেত দিয়েছে নিয়ন্ত্রণকারী সংস্থা আইআরডিএআই। তবে এক্ষেত্রে বিমা কোম্পানিগুলো অন্য অজুহাতে আর প্রিমিয়ামের খরচ বাড়াতে পারবে না।
এজেন্টদের কমিশন বৃদ্ধিতে সায়, এপ্রিল থেকে বাড়ছে গাড়ি, স্বাস্থ্য বিমার প্রিমিয়াম
Web Desk, ABP Ananda
Updated at:
26 Mar 2017 06:46 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -