লখনউ: উত্তরপ্রদেশের সোনেভদ্র জেলার রবার্টসগঞ্জ রেল স্টেশনে রেল কর্মীর সঙ্গে গন্ডগোলে জড়িয়ে পড়া জার্মান নাগরিককে গ্রেফতার করল পুলিশ। অভিযোগ, ওই জার্মানের কাছে জাল ভিসা রয়েছে।


হোলগার এরিক মিস নামে বার্লিনের ওই বাসিন্দা ৩ তারিখ ঝামেলায় জড়িয়ে পড়েন রবার্টসগঞ্জের রেল কর্মী আমন কুমারের সঙ্গে। এরপর তিনি ২ পুলিশকর্মীকে লাঠি হাতে আক্রমণ করেন বলে অভিযোগ।

সোনেভদ্র পুলিশ জানিয়েছে, ওই জার্মানের ট্যুরিস্ট ভিসা নেই, যেটা রয়েছে তা জাল ভিসা। তাই তাঁকে গ্রেফতার করা হয়েছে।

আমন কুমার অভিযোগ করেন, এরিককে তিনি ওয়েলকাম টু ইন্ডিয়া বলে স্বাগত জানালে জবাবে তাঁকে ঘুষি মারেন এরিক। যদিও এরিকের দাবি, আমনই তাঁকে মারধর করেন। দুপক্ষই একে অপরের বিরুদ্ধে পুলিশে অভিযোগ করেছে। পুলিশ জানিয়েছে, ওই রেলকর্মী নাকি এরিককে তাঁর শরীর কেমন জিজ্ঞেস করেন, তাতে চটে গিয়ে তাঁকে মারতে শুরু করেন তিনি। জবাবে হাত চালান আমনও। দুজনেরই ডাক্তারি পরীক্ষা হয়েছে।

ওই জার্মানের আচমকা রেগে যাওয়ার সমস্যা থাকতে পারে বলে মনে করছে পুলিশ, হয়তো ডিপ্রেশনেও ভুগছেন। কারণ যেভাবে রেলকর্মীর সঙ্গে মারামারির পর তিনি পুলিশ কনস্টেবলদেরও মারধর করেন তা স্বাভাবিক নয় বলে মনে করছে তারা।

এরিকের বিরুদ্ধে অভিযোগ অবশ্য এই প্রথম নয়। ৫ জুলাই হিমাচল প্রদেশের কুলুতে ১ ব্যক্তির ওপর তিনি ধারালো অস্ত্র হাতে হামলা চালান। তখনও তাঁর বিরুদ্ধে দায়ের হয় এফআইআর। কুলুর আদালতে তাঁর পাসপোর্ট ও ভিসা জমা রয়েছে।