গতকাল রাত ১১টা নাগাদ ঘটেছে এই ঘটনা। ১৯ বছরের জার্মান তরুণ বেঞ্জামিন স্কট অটো রিকশা করে চাঁদনি চক থেকে কাশ্মীরী গেটে যাচ্ছিলেন। অটো চালক ইচ্ছে করে তাঁকে ভুল রাস্তায় নিয়ে যায়। আরও একজনকে তোলে অটোকে। গীতা কলোনি এলাকায় বেঞ্জামিনের ওপর হামলা চালিয়ে লুঠপাট করে তারা। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের সনাক্ত করা গিয়েছে। আহত যুবকের চিকিৎসা চলছে স্থানীয় সুশ্রুত ট্রমা সেন্টারে। তিনি এখন বিপন্মুক্ত। দিল্লিতে জার্মান নাগরিকের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা, রিপোর্ট তলব সুষমার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 08 Apr 2017 01:09 PM (IST)
নয়াদিল্লি: পূর্ব দিল্লির গীতা কলোনিতে আক্রান্ত এক জার্মান তরুণ। হামলাকারীরা তাঁকে ছুরি দিয়ে আঘাত করে তাঁর মোবাইল ফোন ও পার্স নিয়ে পালিয়েছে। আহতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ এ ব্যাপারে রিপোর্ট চেয়েছেন।