ওই জার্মান পর্যটক বার্লিনের বাসিন্দা, নাম হোলগার এরিক। সোনেভদ্র স্টেশনে নেমে তিনি নাকি আগোরি যাওয়ার পথ জিজ্ঞাসা করছিলেন। তখন তাঁর সঙ্গে আলাপ করার চেষ্টা করেন আমন কুমার নামে স্থানীয় এক ইলেকট্রিশিয়ান।
হোলগার তাঁর নমস্কারের জবাব না দেওয়ায় আমন চটে যান বলে অভিযোগ, তাঁকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিয়ে মারতে শুরু করেন। আহতকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে চিকিৎসা হয়েছে তাঁর।
মারধর দেখে স্থানীয় একজন পুলিশে খবর দিলে পুলিশ এসে গ্রেফতার করে অভিযুক্তকে।
আমন অবশ্য এরিকের অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, এরিকই দুর্ব্যবহার করেন তাঁর সঙ্গে। তিনি নাকি তাঁকে বলেন, ওয়েলকাম টু ইন্ডিয়া, তাতে এরিক তাঁকে ঘুষি মারেন, গায়ে থুতু দেন।
আমনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে, তদন্তে নেমেছে পুলিশ।