নয়াদিল্লি: নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করে তাঁর সই করা শংসাপত্র পেতে চান! তাহলে পাঁচ মিনিটে কেন্দ্রের এনডিএ সরকারের গৃহীত পদক্ষেপগুলির ওপর কুড়িটি প্রশ্নের সঠিক জবাব দিতে হবে।
মাই গভ ইনিশিয়েটিভ- (MyGov initiative)-এর অঙ্গ হিসাবে সরকার পরিচালনা সংক্রান্ত এক ক্যুইজের উদ্যোগ নেওয়া হয়েছে mygov.in পোর্টালে। সরকারি পরিষেবার মান বাড়াতে কেন্দ্রের সরকারের উদ্যোগ সম্পর্কে আমজনতা কতদূর অবহিত, সেটা জানতেই এমন উদ্যোগ। ২০টি প্রশ্ন কোশ্চেন ব্যাঙ্ক থেকে যেমন খুশি বাছাই করা হবে, যাতে বিভিন্ন প্রতিযোগীর একই প্রশ্ন পাওয়ার সম্ভাবনা কম থাকে। যেমন সৌর শক্তির উদ্যোগ নিয়ে প্রশ্ন থাকবে, তেমনই ডায়রেক্ট বেনিফিট ট্রান্সফার (ডিবিটি) স্কিমে ঠিক কত টাকা ট্রান্সফার হয়েছে, তৃতীয় বছরে সিনিয়র ফেলো হিসাবে কৃষি বিশেষজ্ঞরা কত পান, বেটি বাঁচাও, বেটি পড়াও প্রকল্পের আওতায় কতগুলি জেলা আছে, এমন প্রশ্নও থাকবে। চারটি অপশন থাকবে। স্কোরবোর্ডে কে কত নম্বর পেলেন, ফুটে উঠবে।
ওয়েবসাইটটিতে বলা হয়েছে, সবচেয়ে বেশি সঠিক উত্তরের ভিত্তিতেই বিজয়ীদের বাছাই করা হবে। তবে একাধিক প্রতিযোগী একই নম্বর পেলে যিনি সবচেয়ে কম সময় নিয়েছেন, তিনিই হবেন সফল বিজয়ী। ‘কঠিন’ প্রশ্ন প্রথমে এড়িয়ে পরে তার উত্তর দেওয়ার সুযোগও মিলবে।
মোদীর সঙ্গে দেখা করে শংসাপত্র নিতে চান! ২০টি প্রশ্নের উত্তর দিন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
27 May 2016 12:37 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -