ফ্রান্সের ইন্সটিটিউট অফ স্পেস মেডিসিন এবং ফিজিওলজি বিভাগের গবেষকরা জানিয়েছেন, তাঁরা এই কাজের জন্যে আগ্রহী কর্মী খুঁজছেন। সেই ব্যক্তির কাজ হবে তাঁকে তিনমাস ঘুমিয়ে কাটাতে হবে। তবে সেই সময় তাঁরা মাইক্রোগ্র্যাভিটির প্রভাব নিয়ে পড়াশোনা করতে পারেন। আর এই চাকরির জন্যে ওই সংস্থা ১৬ হাজার ইওরো যা ভারতীয় মুদ্রায় ১১.২ লক্ষের সমান আয় করতে পারবেন।
প্রসঙ্গত, ওই স্পেস সংস্থার গবেষকরা মানব দেহ নিয়ে ওই তিনমাস গবেষণা করবেন। এবং গবেষণাটি করা হবে তিনটি পর্যায়ে। চাকরি শুরুর প্রথম দুসপ্তাহ চাকরিপ্রার্থীর ওপর নানা পরীক্ষা করা হবে, নেওয়া হবে বিভিন্ন জিনিষের মাপ। এরপর পরবর্তী ষাট দিন যাঁদের ওপর গবেষণা করা হবে, তাঁদের বিছানা আঁকরে কার্যত পড়ে থাকতে হবে। তারপর পুনর্বাসন কেন্দ্রে পাঠানো হবে শারীরিক সুস্থতার জন্যে। মূলত, এই গবেষণায় দেখা হবে মানুষ যদি দীর্ঘদিন বিছানায় শুয়ে থাকেন, তাহলে তাঁদের শরীরে কী কী প্রতিক্রিয়া হয়?
তবে কাজটি খুব সহজ মনে হলেও, এই কাজটি যথেষ্ট কঠিন এবং নানা নিয়মকাননও আছে।
আপনি যদি সত্যিই এই চাকরিতে আগ্রহী হন তাহলে এই চাকরির প্রাথমিক চাহিদাগুলো একবার জেনে নিন
- এখানে যে ব্যক্তি এই চাকরি করবেন, তাঁকে তাঁর মাথা সম্পূর্ণ ছ ডিগ্রি নীচে হেলান দিয়ে রাখতে হবে
- কাঁধের একটা অংশ অবশ্যই সবসময় বিছানার সঙ্গে স্পর্শে থাকবে
- এইভাবে ষাট দিন খেতে, ঘুমোতে, কাপড় কাচতে হবে। মূলত সমস্ত দৈনন্দিন কাজই করতে হবে।
- চাকরিপ্রার্থীদের পুরুষ হতে হবে, সিগারেটের নেশা থাকলে হবে না
- ২০ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে
- প্রতিদিন খেলাধুলার অভ্যেস রাখতে হবে
- কোনও অ্যালার্জি থাকলে হবে না
- বিএমআই ২২ থেকে ২৭-এর মধ্যে হতে হবে