নয়াদিল্লি: এবার সহজতর হতে চলেছে আয়কর প্রদান এবং প্যান। কিছুদিনের মধ্যেই চালু হতে চলেছে একটি মোবাইল অ্যাপ। তার মাধ্যমেই অনলাইনে আয়কর জমা দেওয়া যাবে এবং নতুন প্যানের আবেদন জানানো যাবে। আধার ব্যবহার করে কয়েক মুহূর্তের মধ্যেই পাওয়া যাবে নতুন প্যান।


আয়কর বিভাগের এক আধিকারিক বলেছেন, এই অ্যাপ এখন প্রাথমিক পর্যায়ে আছে। অর্থমন্ত্রকের অনুমতি পেলেই চালু করা হবে এই অ্যাপ। প্যান পাওয়া সহজ হলে আরও বেশি মানুষ আয়করের আওতায় আসবেন।

এখনও পর্যন্ত সারা দেশে ১১১ কোটি আধার কার্ড প্রদান করা হয়েছে। নতুন সিম কার্ড নেওয়া, ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা, ভর্তুকির অর্থ পাওয়া সহ বিভিন্ন লেনদেনের ক্ষেত্রে আধার কার্ড ব্যবহার করা হচ্ছে। অন্যদিকে, সরকারি হিসেব অনুযায়ী, প্রতি বছর আড়াই কোটিরও বেশি মানুষ নতুন প্যানের আবেদন করেন। ব্যাঙ্ক থেকে ৫০ হাজার টাকা তোলা এবং ২ লক্ষ টাকার বেশি দামের পণ্য বা পরিষেবা কেনার ক্ষেত্রে প্যান বাধ্যতামূলক করা হয়েছে। ১ জানুয়ারি থেকে নতুন ডিজাইনের প্যান কার্ড দেওয়া হচ্ছে।