নয়াদিল্লি:  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপির সমালোচনা করায় প্রখ্যাত লেখক ও ইতিহাসবিদ রামচন্দ্র গুহকে হুমকি। ই-মেল পাঠিয়ে তাঁকে মোদী ও বিজেপির সমালোচনা না করার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। ৫৮ বছরের এই ইতিহাসবিদ নিজেই এ কথা জানিয়েছেন। তিনি বলেছেন, ই-মেলগুলিতে তাঁকে বিজেপি সভাপতি অমিত শাহরও সমালোচনা না করতে বলা হয়েছে।

গুহ ট্যুইট করে এ কথা জানিয়েছেন। তিনি বলেছেন, বহু ব্যক্তি ও আইডি থেকে পাঠানো মেলে বিজেপির সমালোচনা করার জন্য ‘ঐশ্বরিক মহাকালে’র হাতে শাস্তি পাওয়ার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে।

ওই মেলগুলিতে হুমকি দিয়ে বলা হয়েছে, নরেন্দ্র মোদী ও অমিত শাহ ‘পবিত্র ও ঐশ্বরিক’..বিশ্বের পরিবর্তনের জন্য ‘মহাকাল’ তাঁদের বেছে নিয়েছে।

গুহ জানিয়েছেন, হুমকি প্রদানকারীরা নিজেদের ‘দৈব ভারতীয়’ বলে দাবি করছে এবং তাদের পাঠানো মেলগুলিতে মোদীর সঙ্গে ইন্দিরা গাঁধী এবং অমিত শাহর সঙ্গে সঞ্জয় গাঁধীর তুলনা না করতে বলা হয়েছে।

ওই মেলগুলিতে এ ধরনের তুলনা করে ব্লগ লেখার আগে গুহকে ওই নেতাদের মধ্যে তফাত বোঝার পরামর্শ দেওয়া হয়েছে। একইসঙ্গে ‘ঐশ্বরিক’ ব্যক্তিদের মর্যাদা বজায় রাখা ও তাঁদের সঙ্গে অন্য কারুর তুলনা বা তাঁদের অপমান না করার বিষয়ে সতর্ক করে দেওয়া হয়েছে।







গুহ অবশ্য বলেছেন, এ ধরনের মেল নতুন নয়। এগুলিকে তিনি গুরুত্বও দিচ্ছেন না।