পানাজি: গতকালই বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) জানিয়ে দিয়েছে, সরকারকে কিছু করতে হবে না, আগামী দু বছরের মধ্যেই গোয়ায় গোহত্যা ও গোমাংস ভক্ষণ নিষিদ্ধ করে দেওয়ার ক্ষমতা আছে তাদের। পরদিনই পাল্টা রাজ্যের বিজেপি সরকারের জোট শরিক গোয়া ফরোয়ার্ড পার্টি (জিপিএফ)-র হুঁশিয়ারি, রাজ্যে যারা সাম্প্রদায়িক সম্প্রীতি ক্ষুন্ন করবে, তাদের কড়া হাতে মোকাবিলা করা হবে।
গতকাল পরিষদ নেতা রাধাকৃষ্ণ মানোরি বলেন, বজরং দল ও দূর্গা বাহিনীর কর্মীদের সাহায্যে গোয়ায় গোহত্যা ও গোমাংস ভক্ষণ নিষিদ্ধ হবে। তাঁরা এ ব্যাপারে রাজ্যে সচেতনতা গড়ে তোলার কাজ করছেন।
জিপিএফ নেতা তথা রাজ্য সরকারের মন্ত্রী বিজয় সরদেশাই ভিএইচপি নেতার মন্তব্যের নিন্দা করে বলেছেন, মন্ত্রী হিসেবে ভিএইচপিকে বলতে চাই যে, কেউ আইন ভাঙলে কঠোরভাবে তার মোকাবিলা করা হবে। সরদেশাই আরও বলেছেন, অতীতে রাম সেনের নেতা প্রমোদ মুথালিক গোয়ায় আসার চেষ্টা করেছিলেন। কিন্তু রাজ্য সরকার তাঁকে নিষিদ্ধ করেছিল। যেসব ভিএইচপি নেতা এ ধরনের বিবৃতি দিচ্ছেন, তাঁদের পরিণতিও মুথালিকের মতোই হবে।
মন্ত্রী জানিয়েছেন, তিনি ভিএইচপি-র হুমকির বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী মনোহর পর্রীকরের সঙ্গেও আলোচনা করেছেন।
সরদেশাই বলেছেন, ভিএইপি তাদের ক্যাডারদের কাছে গোমাংস নিষিদ্ধ করার কথা বলছে। কিন্তু তাঁদের ভুলে যাওয়া উচিত নয় যে, গোয়া ফরোয়ার্ড পার্টির সদস্যরা ভিএইচপি-র ওই কাজে বাধা দেবে। গোয়ার সমাজে মৌলবাদীদের কোনও স্থান নেই বলেও সতর্ক করে দিয়েছেন তিনি।
দু বছরের মধ্যে গোমাংস নিষিদ্ধ করার হুমকি ভিএইচপি-র, পাল্টা হুঁশিয়ারি গোয়ার বিজেপি জোট সরকারের শরিক দলের মন্ত্রীর
ABP Ananda, web desk
Updated at:
17 Apr 2017 04:26 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -