মুম্বই: মহারাষ্ট্রের ঘাটকোপাড়ে গতকাল বাড়ি ভেঙে পড়ার ঘটনায় গ্রেফতার স্থানীয় শিবসেনা নেতা।
ভেঙে পড়া সিদ্ধি-সাই কোঅপারেটিভ হাউজিং সোসাইটির বাসিন্দাদের দাবি, বাড়ির গ্রাউন্ড ফ্লোরটি সুনীল শিতাপ নামে ওই শিবসেনা নেতার। সেখানে নার্সিং হোম সংস্কারের কাজ চলছিল, যার জেরে পুরো হাউজিংয়ের পিলারগুলি দুর্বল হয়ে পড়ে। তাতেই বৃষ্টির মধ্যে গতকাল ওই বিপর্যয় ঘটে যায়। গতকাল রাতেই আটক করা হয়েছিল শিতাপকে।
আজ জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয় তাঁকে।
ভারতীয় দণ্ডবিধির ৩০৪ (২) (অনিচ্ছাকৃত মৃত্যুর কারণ ঘটানো, যা খুনের পর্যায়ে পড়ে না), ৩৩৬ (অন্যের জীবন বা ব্যক্তিগত নিরাপত্তা বিপন্ন করে তোলা ) ও ৩৩৮ (অন্যকে বিপদে ফেলা বা অন্যান্যদের নিরাপত্তা বিপন্ন করার মাধ্যমে মারাত্মক জখম করা) ধারায় অভিযুক্ত করা হয়েছে শিতাপকে।
এদিকে হাউজিং ভেঙে পড়ায় মৃতের সংখ্যা বেড়ে ১৭-য় দাঁড়িয়েছে। গতকাল রাতভর ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে থাকা আরও ৫ জনের দেহ বের করা হয়েছে। বৃহন্মুম্বই পুরসভার বিপর্যয় মোকাবিলা বিভাগের প্রতিনিধি বলেন, দমকল বিভাগ ও এনডিআরএফ জওয়ানদের সঙ্গে নিয়ে আমাদের উদ্ধারকারী দল ২৮ জনকে বের করেছে। তাদের মধ্যে ১৭ জনকে মৃত ঘোষণা করা হয়েছে।জখম ১১ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন।
এদিকে বিপর্যয়ের মধ্যে পড়া ওই আবাসনের বাসিন্দাদের আশপাশের তিনটি স্কুলে রাখার সাময়িক বন্দোবস্ত করেছে পুরসভা। তবে বাসিন্দারা নিজেদের আত্মীয়স্বজনের কাছে থাকতে গিয়েছেন।
গতকাল রাতে বিপর্যয়স্থলে যান রাজ্যের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফঢ়নবিশ। তিনি বলেন, অপরাধের অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ তদন্ত করছে। আমি পুরসভা কমিশনারকে তদন্ত করে ১৫ দিনে রিপোর্ট পেশ করতে বলেছি।
ঘাটকোপাড়ে বাড়ি ভেঙে পড়ে মৃত বেড়ে ১৭, গ্রেফতার শিবসেনা কর্মী
Web Desk, ABP Ananda
Updated at:
26 Jul 2017 01:52 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -