গাজিয়াবাদ:  সত্পল শর্মা, ২৮ বছরের তরুণ পূজা নামের এক তরুণীকে সাধারণভাবে গাজরাউলা মন্দিরে গিয়ে গত ৪ এপ্রিল বিয়ে করেছিলেন। একবুক স্বপ্ন নিয়ে সংসার করবার জন্যে প্রস্তুতও হয়েছিলেন সত্পল। কিন্তু ফুলশয্যার রাতের পরই তাঁর ভ্রম কেটে যায়। নববিবাহিতা বধূ বর ও শ্বশুরবাড়ির লোককে মাদক খাইয়ে গয়না সহ সর্বস্ব লুঠ করে পালিয়ে যায়। এই ঘটনায় সত্পলের পরিবারের সদস্যরা স্বাভাবিকভাবেই স্তম্ভিত। সত্পলই জানিয়েছেন তাঁর ২৫ বছরের স্ত্রীর পরিবারের সদস্য বলতে এক ভাই আছে। তাঁর বাবা-মা কেউ বেঁচে নেই বলে জানিয়ে ছিলেন পূজা।

তবে গাজিয়াবাদ পুলিশ এই ঘটনার সঙ্গে ২০১৬ সালের বলিউডি ছবি ‘ডলি কি ডোলি’র মারাত্মক মিল পাচ্ছে। সেখানেও রিল লাইফে এমন কিছু ঘটনাই ঘটেছিল।

সত্পলের তিন ভাই বোন রয়েছে। তিনি হচ্ছেন পরিবারের সবচেয়ে বড় ভাই। তাঁর কাছে বিয়ের এই সম্বন্ধটি এনেছিলেন মহারাজ নামের এক ব্যক্তি। জানা গিয়েছে সেই মহারাজ নামের ব্যক্তিটিই সত্পলকে গাজরাউলে ডেকে পাঠান। সেখানে ওই মহিলাকে দেখে প্রথম দর্শনেই প্রেমে পড়ে যান সত্পল। তার দুদিনের মধ্যে মন্দিরে বিয়ে সেরে ফেলেন তাঁরা।

এরপর শ্বশুরবাড়ি এসে প্রাথমিক কিছু নিয়মকানন পালন করেন তাঁরা। কিন্তু পূজা জেদ ধরে বসেন তিনি সমস্ত নিয়মকানন পালনের পরও সত্পলের ঘরে নয়, তাঁর ভাইয়ের ঘরে থাকতে চান। সেদিনই মাঝরাতে উঠে সত্পলের ভাইয়ের বউ দেখেন, ঘরে পূজা নেই। সিন্দুকও ফাঁকা। এই ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। খোঁজ চলছে সেই ঘটকেরও।