গাজিয়াবাদ: পুত্রবধূ হিমানী কাশ্যপের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় গ্রেফতার বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র রাজ্যসভা সাংসদ নরেন্দ্র কাশ্যপ। একইসঙ্গে তাঁর স্ত্রী ও ছেলেকেও গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সকালে উত্তরপ্রদেশের গাজিয়াবাদে হিমানীর দেহ উদ্ধার করা হয়। তাঁর মৃত্যু ঘিরে রহস্য দানা বাঁধে।
বিএসপি সাংসদ হাসপাতালে ভর্তি ছিলেন। সেখানেই তাঁকে হেফাজতে নিয়েছে পুলিশ।
উল্লেখ্য, হিমানী উত্তরপ্রদেশের মায়াবতী সরকারের প্রাক্তন মন্ত্রী হীরা লাল কাশ্যপের মেয়ে।
গাজিয়াবাদের পুলিশ সুপার সলমন তাজ পাটিল জানিয়েছেন, মৃতের বাবার অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করা হয়েছে। ভারতীয় দণ্ডবিধির ৪৯৮-এ, ৩০৪ বি এবং পণপ্রথা মোকাবিলা আইনে মামলা দায়ের করা হয়েছে।
মৃত হিমানীর দেহ গতকালই ময়নাতদন্তের জন্য যশোদা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
২০১৩-তে নরেন্দ্রর ছেলে সাগরের সঙ্গে বিয়ে হয় হিমানীর। তাঁদের এক বছরের একটি সন্তান রয়েছে।