গণ্ডারকে সজোরে লাথি জিরাফের, তারপর... সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 28 Oct 2020 08:51 AM (IST)
চিড়িয়াখানায় একসঙ্গে ঘুরছিল একটি গণ্ডার ও জিরাফ। হঠাৎ অঘটন! লম্বা পা দিয়ে গণ্ডারের মুখে সজোরে লাথি মারল জিরাফ! তারপর? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল সেই মজার ভিডিও। ভারতীয় বনদপ্তরের এক আধিকারিকের শেয়ার করা সেই ভিডিওটির ইতিমধ্যেই দেখে ফেলেছেন বহু মানুষ।
নয়াদিল্লি: চিড়িয়াখানায় একসঙ্গে ঘুরছিল একটি গণ্ডার ও জিরাফ। হঠাৎ অঘটন! লম্বা পা দিয়ে গণ্ডারের মুখে সজোরে লাথি মারল জিরাফ! তারপর? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল সেই মজার ভিডিও। ভারতীয় বনদপ্তরের এক আধিকারিকের শেয়ার করা সেই ভিডিওটির ইতিমধ্যেই দেখে ফেলেছেন বহু মানুষ। আইএফএস অফিসার সুশান্ত নন্দ ভিডিওটি শেয়ার করে লেখেন, 'এই লাথিটা গণ্ডার সারা জীবন মনে রাখবে। আপনি কী জানেন একটা জিরাফ যে কোনও দিকেই লাথি মারতে পারে?' ভিডিওতে দেখা যাচ্ছে, একটি জিরাফ দাঁড়িয়ে রয়েছে আর ঘুরতে ঘুরতে ঠিক তার পিছনে চলে আসে একটি গণ্ডার। প্রায় সঙ্গে সঙ্গে পিছনদিকে না তাকিয়ে অবলীলায় গণ্ডারের মুখে লাথি মারে জিরাফটি। থতমত গণ্ডার কিছুটা পিছনে সরে এসেই পিছন ফিরে দৌড়তে শুরু করে। মজার এই ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। ৬ সেকেণ্ডের এই ভিডিওটি মনজয় করে নিয়েছে নেটনাগরিকদের। ২২ হাজারেরও বেশি মানুষ দেখে ফেলেছেন এই ভিডিওটি। অনেকেই মজার মন্তব্য করেছেন বিভিন্ন।