নয়াদিল্লি: বিরোধীদের ঘুরিয়ে ওসামা বিন লাদেন ও হাফিজ সঈদের সমর্থক বলে উল্লেখ করলেন গিরিরাজ সিংহ। কেন্দ্রীয় মন্ত্রীর দাবি, যাঁরা প্রধানমন্ত্রীর বিরোধিতা করছেন, তাঁরা হাফিজ সঈদ এবং ওসামা বিন লাদেনের সমর্থক।


গিরিরাজ সিংহ বলেন, একদিকে যেভাবে মানুষ প্রধানমন্ত্রী মোদীর বিরুদ্ধে সোচ্চার হচ্ছেন, তা দেখে এটা বোঝা যাচ্ছে যে, কারও সাহস নেই মোদীর উন্নয়নের বিরুদ্ধাচরণ করার।


তিনি যোগ করেন, হাফিজ সঈদ এবং ওসামা বিন লাদেনের সমর্থকরা নরেন্দ্র মোদীর বিরোধিতা করছেন। যাঁরা সাম্প্রদায়িকতার সমর্থন ও সম্মান করেন, তাঁরাই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সোচ্চার হচ্ছেন।



এই প্রথম নয়। এর আগেও একাধিকবার নিজের স্বভাবোচিত মন্তব্যের জন্য বিতর্কের সৃষ্টি করছিলেন গিরিরাজ। ২০১৪ সালে লোকসভা নির্বাচনের সময় বিরোধীদের পাকিস্তান যাওয়ার পরামর্শ দিয়েছিলেন।


এছাড়া, দেশের বাড়তে থাকা জনসংখ্যাকে নিয়ন্ত্রণ করতে নির্বিজকরণের প্রস্তাব দিয়েছিলে। পাশাপাশি, মুসলিমদের সংখ্যাবৃদ্ধি দেশের পক্ষে ক্ষতিকারক বলেও উল্লেখ করেছিলেন।