আহমেদাবাদ: বিয়ের টোপ দেখিয়ে এক দলিত তরুণীকে ধর্ষণের অভিযোগ এক বিজেপি নেতার ছেলের বিরুদ্ধে। সুরেন্দ্রনগর জেলার ১৯ বছরের ওই তরুণীর অভিযোগ, বিয়ের টোপ দিয়ে তাঁকে একটি হোটেলে নিয়ে গিয়ে ধর্ষণ করে অভিযুক্ত। ডেপুটি পুলিশ সুপার এর আর শর্মা জানিয়েছেন, অভিযুক্ত বিজেপির পতড়ি তালুক শাখার সভাপতি।

গতকাল রাতে ২৩ বছরের বিট্টুর বিরুদ্ধে পতড়ি থানায় অভিযোগ দায়ের করেন ওই তরুণী।

ডেপুটি পুলিশ সুপার বলেছেন, অভিযুক্ত ও নির্যাতিতা স্কুলে পড়ার সময় থেকেই একে অপরকে জানতেন। পতড়ি শহরের কলেজেও একসঙ্গেই পড়াশোনা করেছেন।

এই ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে এফআইআর দায়ের করা  হয়েছে এবং অভিযোগকারিনীর মেডিক্যাল পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। এই ঘটনায় এখনও অভিযুক্তকে গ্রেফতার করা হয়নি।