স্নানের সময় উঁকি তরুণের, অপমানে আত্মহত্যার চেষ্টা তরুণীর
ABP Ananda, web desk | 22 Jul 2016 06:12 AM (IST)
জয়পুর: স্নানের সময় এক তরুণ উঁকি মেরে দেখে ফেলায় লজ্জায়-অপমানে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা তরুণীর। রাজস্থানের ভিলওয়ারা জেলার দেলানা গ্রামে এই ঘটনা ঘটেছে। ২০ বছরের ওই তরুণীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর শরীরের ৭০ শতাংশ পুড়ে গিয়েছে। ওই ছেলেটির বাবা ও এক আত্মীয়কে অপরাধমূলক উদ্দেশে অবৈধভাবে প্রবেশের অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, গত বুধবার সন্ধেয় বাড়িতে একটি আচ্ছাদনের নিচে স্নান করছিলেন ওই তরুণী। আচমকাই তিনি বুঝতে পারেন যে, একজন কেউ উঁকি দিয়ে তাঁকে দেখছে। তরুণীর চিত্কারে তাঁর মামা ছুটে এসে ওই ছেলেটিকে ধরে ফেলেন। ভিলাওয়ারার পুলিশ সুপার প্রদীপ মোহন শর্মা জানিয়েছেন, তরুণীর পরিবারের লোকজন ছেলেটিকে বকাঝকা করেন। কিন্তু এরপরই তার বাবা কিষণলাল বৈষ্ণব (৪৫) ও আত্মীয় ভবন দাস তরুণীর বাড়িতে ঢুকে পড়ে এবং তাঁর মামার সঙ্গে বচসা শুরু করে দেয়। ঝগড়া-ঝামেলা দেখে ওই তরুণীর নিজেকে এই পরিস্থিতির জন্য দায়ী মনে করে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। শর্মা জানিয়েছেন, হাসপাতালে যে বয়ান রেকর্ড করা হয়েছে, সেখানে ওই তরুণী স্পষ্ট জানিয়েছেন যে, ওই তরুণের অপকর্ম তাঁর আত্মহত্যার চেষ্টার জন্য দায়ী।