জয়পুর: এক অষ্টাদশীকে বেধড়ক মেরে তাঁর গায়ে আগুন লাগিয়ে দিল, তরুণীর প্রাক্তন বয়ফ্রেন্ড ও তাঁর বাবা। মেয়েটিকে পুড়িয়ে মারার অভিযোগে আটক অভিযুক্ত তরুণ ও তাঁর বাবা। মেয়েটিকে আহত অবস্থায় উদয়পুরের এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানেই তাঁর মৃত্যু হয়েছে।
ঘটনাটি ঘটেছে ইসারওয়াল গ্রামে। শনিবার সন্ধেবেলা মেয়েটি যখন তাঁর বাড়ি ফিরছিলেন, সেই সময়ই রাস্তায় তাঁর সঙ্গে দেখা হয় প্রাক্তন প্রেমিকের। রাস্তার মধ্যেই রবি মেয়েটিকে চড় মারে। সেখানে ছেলের সঙ্গে মেয়েটিকে হেনস্থা করতে হাজির হয়ে যান রবির বাবা, মেয়েটি মৃত্যুর আগে তাঁর বয়ানে জানিয়ে গিয়েছেন। তারপরই তরুণীর গায়ে কেরোসিন তেল ঢেলে দেন রবি ও তাঁর বাবা। কিন্তু যে তাঁর গায়ে আগুন দিয়েছেন, সেই ব্যক্তিকে চিনতে পারেননি তরুণী। কোনও একসময় রবির সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল আক্রান্ত তরুণীর। তবে তারপর দীর্ঘদিন তাঁদের আর কোনও সম্পর্ক ছিল না বলে দাবি তরুণীর পরিবারের।
আপাতত রবি এবং তাঁর বাবাকে আটক করে জেরা করা হচ্ছে। তাঁদের বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করা হয়েছে।
তরুণীকে প্রকাশ্যে থাপ্পড় মেরে গায়ে আগুন লাগিয়ে দিল প্রাক্তন প্রেমিক ও তাঁর বাবা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
25 Sep 2017 05:38 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -