ভোপাল: বাড়ির পোষা ইঁদুরের মৃত্যুর শোক সামলাতে না পেরে আত্মহত্যা করল এক কিশোরী! এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে মধ্যপ্রদেশের ভোপালে। অযোধ্যা নগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক বলজিৎ সিংহ জানিয়েছেন, আত্মহত্যা করা কিশোরীর নাম দিব্যাংশী রাঠৌর (১২)। সে সপ্তম শ্রেণির ছাত্রী ছিল। গতকাল সে বাড়িতেই গলায় দড়ি দেয়। পরিবারের লোকজন জানিয়েছেন, পোষা সাদা ইঁদুরটির মৃত্যুতে শোকাহত হয়েই মেয়েটি আত্মহত্যার পথ বেছে নেয়।
দিব্যাংশীর পরিবারের লোকজন জানিয়েছেন, দু’মাস আগে তার পোষা কুকুর মারা যায়। এরপর থেকেই মেয়েটি মনমরা হয়েছিল। গত সপ্তাহেই সে ইঁদুরটি কেনে। কিন্তু সেটাও গতকাল সকালে মারা যায়। বাড়ির বাগানেই ইঁদুরটিকে কবর দেওয়া হয়। সেখানে ফুল ছড়িয়ে দেওয়ার পর সে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। পরে মা ডাকাডাকি করার পরেও সে সাড়া দিচ্ছে না দেখে দরজা ভাঙা হয়। দেখা যায়, ওড়নার ফাঁস দিয়ে সে আত্মহত্যা করেছে।
পোষা ইঁদুরের মৃত্যুর শোকে কিশোরীর আত্মহত্যা!
Web Desk, ABP Ananda
Updated at:
06 Jan 2018 06:20 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -