নয়াদিল্লি: পর পর দুবার পরীক্ষায় অকৃতকার্য হয়েছিল বছর ১৭-এর এক স্কুল ছাত্রী। সেই লজ্জায় চরম পথ বেছে নেয় সে। গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয় ওই কিশোরী। কিন্তু সুইসাইড নোটে জানিয়ে গেছে শেষ ইচ্ছের কথা। সেই নোটে বাবা মা-কে সে জানিয়ে গিয়েছে, তার অঙ্গ-প্রত্যঙ্গগুলি যেন দান করা হয়।
পুলিশ সূত্রে খবর, দিল্লির মৌরিশ নগর এলাকার বাসিন্দা রিমা নামে একাদশ শ্রেণির ওই ছাত্রী পরীক্ষায় দুবার অকৃতকার্য হয়েছিল। রসায়ন বিষয়ে উত্তীর্ণ হওয়ার জন্য প্রয়োজনীয় নম্বর তুলতে পারছিল না সে। এর থেকেই অবসাদগ্রস্থ হয়ে পড়ে সে।
তার এক আত্মীয় প্রথম তাকে ঘরে ফ্যানের সঙ্গে ঝুলতে দেখেন। ততক্ষণাত নিয়ে যাওয়া হয় হাসপাতালে। কিন্তু চিকিতসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
সেই ঘর থেকেই মেলে একটি সুইসাইড নোট। এক আধিকারিক জানিয়েছেন, সেখানে মৃত্যুর জন্য কাউকেই দায়ী করা হয়নি। মৃত্যুর কারণ সম্পর্কেও বিশদে কিছু জানা যায়নি। কিন্তু সেখানে লেখা, তার দেহের বিভিন্ন অঙ্গ যেন দান করা হয়। সেখানে লেখা রয়েছে, আগেই চোখ দান করেছিল মেয়েটি। রিমার শেষ ইচ্ছাকে সম্মান জানিয়েছেন তাঁর আত্মীয়রা।
ঘটনার পরই অসুস্থ হয়ে পড়েছেন রিমার মা বাবা। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুবার পরীক্ষায় ফেল, আত্মঘাতী ছাত্রী সুইসাইড নোটে জানিয়ে গেল অঙ্গ প্রত্যঙ্গ দানের ইচ্ছা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
12 May 2016 04:24 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -