কৈথাল (হরিয়ানা): অ্যাসিস্ট্যান্ট এসআই পদমর্যাদার অফিসারের বিরুদ্ধে তাকে ও তার মাকে গত মাসে তাদের বাড়িতেই ধর্ষণের অভিযোগ এনেছে ১৬ বছরের এক মেয়ে। তার অভিযোগের ভিত্তিতে সাত পুলিশকর্মী সহ ১৮ জনকে এই মামলায় অভিযু্ক্ত করেছে পুলিশ।
জনৈক পুলিশকর্তা বলেছেন, নির্যাতিতার দাবি, প্রধান অভিযুক্ত এএসআই পদমর্যাদার ওই অফিসার তাকে, তার মাকে ধর্ষণ করে, বাকি অভিযুক্তরা দরজার বাইরে পাহারা দিয়েছে, তাদের সাহায্য করেছে। এদের মধ্যে আছে গ্রামের বর্তমান ও প্রাক্তন সরপঞ্চরা। অভিযুক্তদের মধ্যে আছে এক হেড কনস্টেবল ও কনস্টেবল পদমর্যাদার কর্মী। ধর্ষণ ছাড়াও ইচ্ছা করে আঘাত করা, অন্যায় ভাবে আটকে রাখা, ফৌজদারি চক্রান্ত, অপরাধমূলক ভীতি প্রদর্শনের ধারা ও শিশুদের যৌন নির্যাতন থেকে রক্ষা আইনের (পকসো) ধারাতেও মামলা দায়ের হয়েছে বলে জানান কৈথালের পুলিশ সুপার আস্থা মোদী। বলেন, ডিএসপি পদমর্যাদার এক অফিসারের নেতৃত্বে গঠিত সিটকে দিয়ে আরও তদন্ত করা হবে।
এদিকে পুলিশ জানিয়েছে, মেয়েটি মাসতিনেক আগে নিজের বাবার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেছিল, যদিও তা পরে প্রত্যাহার করে।