নয়াদিল্লি:  বাবা-মায়ের কাছে পনেরো বছরের কিশোরীর দাবি ছিল স্কুটি। বাবা-মা সে আবদার না রাখায় ফ্লাইওভার থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা কিশোরীর। ঘটনাটি ঘটেছে উত্তর দিল্লির জাহাঙ্গীরপুরীতে। তবে আহত কিশোরীকে আপাতত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, অবস্থা স্থিতিশীল।

পুলিশ সূত্রে দাবি, মঙ্গলবার সকালে কিশোরীর তার বাবা-মায়ের সঙ্গে স্কুটি কেনাকে কেন্দ্র করে মারাত্মক অশান্তি হয়। এরপরই কিশোরীটি মুকারবা ফ্লাইওভারের কাছে গিয়ে বেলা ১ টা ৪৫ মিনিট নাগাদ ফ্লাইওভার থেকে ঝাঁপ দেয়। কিশোরীর হাত ভেঙে গেছে, তবে জীবন সংশয় নেই।

পুলিশের তরফে জানানো হয়েছে মেয়েটি সম্প্রতি ক্লাস টুয়েলভ পাস করেছিল। তারপরই সে এই স্কুটির দাবি করে। যেহেতু তার বাবা-মা সরকারি দফতরে চতুর্থ শ্রেণীর কর্মী, তাদের পক্ষে সেই অনুরোধ রাখা সম্ভব ছিল না। এরপরই এই কঠিন পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেয় কিশোরীটি।