ক্রমাগত যৌন হেনস্থা, মধ্যপ্রদেশে গায়ে আগুন দিল দশম শ্রেণির ছাত্রী, অবস্থা আশঙ্কাজনক
Web Desk, ABP Ananda | 01 Apr 2018 01:04 PM (IST)
সাগর (মধ্যপ্রদেশ): একদল তরুণ ক্রমাগত যৌন হেনস্থা করছিল। প্রতিবাদ করে কোনও লাভ হয়নি। হেনস্থা বেড়েই যাচ্ছিল। কোনও উপায় না দেখে গায়ে আগুন দিল দশম শ্রেণির এক ছাত্রী। ভয়ঙ্কর এই ঘটনা ঘটেছে মধ্যপ্রদেশের সাগরে। গুরুতর জখম অবস্থায় ওই ছাত্রীকে প্রথমে খুরাই সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে নিয়ে যাওয়া হয় বুন্দেলখণ্ড মেডিক্যাল কলেজে। অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে নিয়ে যাওয়া হয়েছে ভোপালের এইএমস হাসপাতালে। পুলিশ সূত্রে খবর, ওই ছাত্রীর পরিবারের লোকজন অভিযোগ করেছেন, আমির, সোহেল, রিজওয়ান, আনাস, ফয়জল ও আলতাফ নামে ৬ তরুণ ক্রমাগত তাকে উত্যক্ত করত ও যৌন নির্যাতন চালাত। বুধবার এই অত্যাচার চরমে পৌঁছে যাওয়ায় বাধ্য হয়ে গায়ে আগুন দেয় ওই ছাত্রী। দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে একটি হ্যান্ডগান, কয়েকটি ছুরি ও মারিজুয়ানা উদ্ধার করা হয়েছে। আমির পলাতক।