বেঙ্গালুরু: অল ইন্ডিয়া মজলিস-ইত্তেহাদ-উল-মুসলিমিনের নেতা আসাদউদ্দিন ওয়াইসির সিএএ বিরোধী সভায় ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দিয়ে আটক অমূল্য লিয়না নামের এক মহিলা। অমূল্যর বাবা তাঁর এই ‘অপরাধের’ কথা স্বীকার করে নিয়েছেন। সংবাদসংস্থাকে তিনি জানিয়েছেন, “অমূল্য যা বলেছে, ভুল বলেছে।”





বৃহস্পতিবার ওই সিএএ বিরোধী সভা থেকে অমূল্যকে আটক করার পর পুলিশ তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১২৪এ (রাষ্ট্রদ্রোহিতা) ধারায় মামলা রুজু করেছে। অমূল্য জামিনের জন্য আবেদন করলেও তা খারিজ হয় যায় এবং তাঁকে ৩ দিনের বিচারবিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দেয় আদালত। সোমবার স্থানীয় আদালতে অমূল্যের জামিন সংক্রান্ত মামলার শুনানি হবে।


সংবাদসংস্থা সম্প্রচারিত একটি ভিডিওতে দেখা যায়, অমূল্য নামের ওই মহিলা মঞ্চে উঠে মাইক হাতে ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দিতে শুরু করেন। যা শোনার সঙ্গে সঙ্গেই ছুটে আসেন এমআইএম নেতা আসাদউদ্দিন ওয়াইসি। এরপর মঞ্চে উপস্থিত আরও অনেকে ওই মহিলার হাত থেকে মাইক কেড়ে নেওয়ার চেষ্টা করেন। একজন অমূল্যর উদ্দেশে বলেন, “আপনি এমনটা বলতে পারেন না।” এরপর অমূল্য ‘হিন্দুস্তান জিন্দাবাদ’ স্লোগান দিতে শুরু করেন। তারপর ‘হিন্দুস্তান জিন্দাবাদ’ আর ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগানের পার্থক্য বোঝাতে গেলে তাঁকে আটক করা হয়।


এই ঘটনার কড়া নিন্দা করেন আসাদউদ্দিন ওয়াইসি বলেন, “আমি ওই মহিলার বক্তব্যের নিন্দা করছি। আমাদের সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই। আমাদের কাছে ভারত জিন্দাবাদ ছিল আর এখনও তাই থাকবে।”


বৃহস্পতিবার রাতে অমূল্যর বাড়িতে ভাঙচুর করা হয়েছে বলে সূত্রের খবর। কর্নাটকের মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পা জানিয়েছেন, অমূল্যের সঙ্গে নকশালদের যোগাযোগ রয়েছে। তিনি ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দেওয়া মহিলার শাস্তি চেয়েছেন। অমূল্যর জামিনের জন্য কোনও চেষ্টা করবেন না তাঁর বাবাও।