শ্রীনগর: লালচকে দাঁড়িয়ে জাতীয় পতাকা তুলতে পারল না লুধিয়ানার মেয়ে জাহ্নবী বেহাল। তাকে ফিরে আসতে হল শ্রীনগর বিমানবন্দর থেকেই।
হিজবুল মুজাহিদিন কমান্ডার বুরহান ওয়ানির মৃত্যুর জেরে কাশ্মীর উপত্যকা ভারত-বিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে ওঠায় গত ২৩ জুলাই সন্ত্রাসবাদীদের চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে স্বাধীনতা দিবসে ঐতিহাসিক লালচকে তেরঙ্গা পতাকা তোলার শপথ নিয়েছিল জাহ্নবী। বলেছিল, ১৫ আগস্ট শ্রীনগরের লালচকে তেরঙ্গা পতাকা তুলব। কেননা ওখানেই জাতীয় পতাকার লাঞ্ছনা করা হয়েছে। আমি সন্ত্রাসবাদী, পাকিস্তানি সহ সবাইকে চ্যালেঞ্জ করছি, সাহস থাকলে আমায় যেন আটকায়!
কিন্তু গতকাল জাহ্নবী ৩০ জন সঙ্গীকে নিয়ে বিমানবন্দরে পৌঁছলে তাদের ফিরিয়ে দেওয়া হয় বলে জানিয়েছেন জনৈক পুলিশ অফিসার। তিনি জানান, জাহ্নবী সমেত ৬ জন এসেছিল চন্ডীগড়ের বিমানে। বাকি ২৫ জন আরেকটি বিমানে এসেছিল দিল্লি থেকে। কিন্তু যারা যে ফ্লাইটে এসেছিল, সেই ফ্লাইটেই ফেরৎ পাঠানো হয় তাদের। তবে ফিরিয়ে দেওয়ার কোনও কারণ জানাননি তিনি।
কয়েক মাস আগে জেএনইউয়ের ছাত্র সংসদের সভাপতি কানহাইয়া কুমারকে জাতীয়তাবাদ নিয়ে বিতর্কে নামার চ্যালেঞ্জ জানিয়ে শোরগোল ফেলে দিয়েছিল প্রবল নরেন্দ্র মোদী-ভক্ত জাহ্নবী।
শ্রীনগর বিমানবন্দর থেকেই ফেরৎ, লালচকে জাতীয় পতাকা তুলতে পারল না জাহ্নবী
web desk, ABP Ananda
Updated at:
15 Aug 2016 07:37 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -