নোট বাতিলের জেরে মায়ের লিভার প্রতিস্থাপন হচ্ছে না, প্রধানমন্ত্রীকে চিঠি মেয়ের
Web Desk, ABP Ananda | 19 Nov 2016 12:22 AM (IST)
কলকাতা: মায়ের লিভার প্রতিস্থাপন করা খুবই জরুরি, তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন, কিন্তু ৫০০, ১০০০ টাকার নোট বাতিলের সরকারি সিদ্ধান্তের জেরে কিচ্ছু করা যাচ্ছে না, এ কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জানিয়ে তাঁর সাহায্য চাইল মেয়ে। একটি টিভি চ্যানেলকে নির্মলা গুপ্তা নামে ওই অসুস্থ মহিলার পরিবার জানিয়েছে, তাঁদের ৩০ লক্ষ টাকা প্রয়োজন। টাকার ব্যবস্থা করতে তারা নিজেদের দোকান বেচে দিতেও রাজি। সেই চেষ্টাও চলছে। কিন্তু ৫০০, হাজার টাকার নোট নিষিদ্ধ হওয়ার ফলে কেউই দোকান কিনতে আগ্রহী নয়। ফলে নির্মলাদেবীকে বাঁচাতে কী করবে, বুঝে উঠতে পারছে না তারা। এদিকে যত দ্রুত সম্ভব লিভার বদল করতে হবে, কিন্তু সেজন্য ঘরে টাকা নেই, চরম সঙ্কটে পড়েছে পরিবারটি। উপায়ান্তর না দেখে নির্মলাদেবীর মেয়ে পূজা গুপ্তা চিঠি লিখেছে প্রধানমন্ত্রীকে। সে লিখেছে, মাননীয় প্রধানমন্ত্রীজী, আমার মা আইসিইউতে আছে, এখনই লিভার প্রতিস্থাপন করা না গেলে তাঁকে বাঁচানো যাবে না। কিন্তু ঘরে পর্যাপ্ত টাকা নেই। যা পয়সা জমানো আছে, তা দিয়ে অপারেশন হবে না। আমরা ব্যাঙ্কে আবেদন করেছি। কিন্তু লোন অনুমোদন করতে অন্তত ২০-৩০ দিন লাগবে। আমাদের একটা দোকান আছে। কিন্তু নোট বাতিলের সিদ্ধান্তের জেরে এখন কেউ দোকান কিনতে রাজি নয়। এখন আমরা কী করব। কোনও উপায়ই যে নেই। দয়া করে আমাদের জন্য কিছু একটা করুন। পূজা কলকাতারই মেয়ে বলে জানা গিয়েছে।