প্রধানমন্ত্রীকে চিঠি লিখে মিলল সুফল, গ্রেফতার মুসলিম কিশোরীর অনুসরণকারী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 29 Sep 2017 11:42 AM (IST)
মুজফফরনগর: স্কুলপড়ুয়া মেয়েটিকে ক্রমাগত ফলো করে চলেছে একজন। পুলিশে অভিযোগ করে লাভ হয়নি। উত্যক্ত অসহায় মেয়েটি শেষমেষ চিঠি লেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। তাতেই হয়েছে কাজ। তাকে অনুসরণ করা গুন্ডা আপাতত জেলে। মুসলিম ওই কিশোরী মুজফফরনগরের বাসিন্দা। তাকে অনুসরণ করছিল আবদুল্লা রানা নামে স্থানীয় এক গুন্ডা। শুধু ইভ টিজিংয়েই ক্ষান্ত ছিল না সে, অটো রিকশা করে স্কুল যাওয়ার পথে মেয়েটিকে অপহরণেরও চেষ্টা করে। ১২ অগাস্ট মুজফফরনগর পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করে ওই কিশোরা। কিন্তু পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ। উল্টে এর পর আবদুল্লা তার পরিবারকে হুমকি দিতে থাকে, অভিযোগ তুলে নিতে হবে। বাধ্য হয়ে মেয়েটি প্রধানমন্ত্রীকে চিঠি লিখে গোটা বিষয়টি জানায়। বলে, আবদুল্লাকে নিরস্ত করতে না পারলে তার আর পড়াশোনা করা হবে না। এরপরই কাজ হয় ম্যাজিকের মত। প্রধানমন্ত্রীর অফিসের নির্দেশে স্থানীয় পুলিশ দ্রুত ব্যবস্থা নেয়। এ মাসের ১৯ তারিখ গ্রেফতার হয় অভিযুক্ত। এখন সে জেলের কুঠুরিতে।