করিমনগর: স্কুলে টয়লেট, ওযাশরুম কিচ্ছু নেই। কোথাও দরবার করে লাভ হচ্ছে না। উপায়ান্তর না দেখে জেলা বিচারককে চিঠি লিখল হায়দরাবাদের জাগিতালের বাসিন্দা ২ ছাত্রী।
ছাত্রী দুজনের নাম এ বৈষ্ণবী ও এম রশ্মিতা। জাগিতালের কোরুতলা এলাকায় জেলা পরিষদ হাই স্কুলে তারা নবম শ্রেণিতে পড়ে। ১১ জানুয়ারি তারা চিঠি লেখে জেলা জজ এম কৃষ্ণমূর্তিকে। সেই চিঠি তিনি আবার পাঠিয়ে দেন হায়দরাবাদের প্রধান বিচারপতির কাছে।
হাইকোর্ট শিক্ষা বিভাগকে নির্দেশ দেয় দ্রুত ওই স্কুলে টয়লেট তৈরি করতে। জেলা শিক্ষা দফতর জানিয়েছে, টয়লেট ও ওয়াশরুম তৈরির জন্য ১১ লাখ টাকা বরাদ্দ করেছে তারা। ছাত্রীদের জন্য স্বচ্ছ পানীয় জলেরও ব্যবস্থা করা হচ্ছে।
স্কুলে টয়লেট নেই, বিচারককে চিঠি লিখল ছাত্রী, মিটছে সমস্যা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
12 Feb 2018 01:26 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -