Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
মেয়েরা রিও অলিম্পিক্সে দেশকে গর্বিত করেছেন: মোদী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
30 Aug 2016 02:30 PM (IST)
সানোসারা: কন্যাসন্তানদের প্রতি কোনওরকম বৈষম্য না করার আর্জি জানাতে গিয়ে ফের পিভি সিন্ধু, সাক্ষী মালিকদের অলিম্পিক্সে পদক জয়ের প্রসঙ্গ তুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, এই মেয়েরাই রিও অলিম্পিক্সে দেশের মুখ উজ্জ্বল করেছেন।
গুজরাতে সাউনি জলসেচ প্রকল্পের উদ্বোধন করতে গিয়ে মোদী বিভিন্ন সামাজিক সমস্যার কথা বলতে গিয়ে লিঙ্গ বৈষম্য সংক্রান্ত সমস্যা নিয়েও সরব হন। পরিবারের মহিলাদের শৌচকার্যের জন্য যেন বাড়ির বাইরে যেতে না হয়, তা নিশ্চিত করার আর্জি জানান প্রধানমন্ত্রী। এই প্রসঙ্গেই সিন্ধু ও সাক্ষীর ভূয়সী প্রশংসা করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, মেয়েরা পদক জিতে রিও অলিম্পিক্সে দেশের মর্যাদা রক্ষা করেছেন। এটাই মেয়েদের প্রকৃত শক্তি।
মোদী পুত্র সন্তানদের সঙ্গে কন্যাসন্তানের কোনও বৈষম্য না করার আর্জি জানান। তিনি বলেন, অতীত ভুলের আর পুনরাবৃ্ত্তি করা উচিত নয়। এখন নিশ্চয় সবাই বুঝতে পেরেছেন যে, ছেলেদের মতোই মেয়েরাও সক্ষম। রিও অলিম্পিক্সেই তার প্রমাণ পাওয়া গিয়েছে।
‘বেটি বাঁচাও, বেটি পড়াও’ কর্মসূচীকে পরবর্তী পর্যায়ে এগিয়ে নিয়ে যাওয়ার আবেদনও জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, এই কর্মসূচীর পরের পর্যায় ‘বেটি খিলাও’ (মেয়েদের খেলাও)। এ প্রসঙ্গে মোদী বলেছেন, রিও অলিম্পিক্সের পর এখন লোকজন বলতে শুরু করেছেন- ‘বেটি বাঁচাও, বেটি পড়াও ও বেটি খিলাও’। মেয়েদের খেলাধুলোয় উত্সাহিত করতেও বলেছেন প্রধানমন্ত্রী।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -