নয়াদিল্লি: আজ প্রকাশিত হল সিবিএসই দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফল। ছেলেদের টেক্কা দিয়ে ভাল ফল করল মেয়েরা। সারা দেশে প্রথম তিনটি স্থানেই আছে মেয়েরা। প্রথম নয়ডার সেক্টর ১৩২-র স্টেপ বাই স্টেপ স্কুলের ছাত্রী মেঘনা শ্রীবাস্তব। গাজিয়াবাদের বাসিন্দা মেঘনা ৫০০-র মধ্যে পেয়েছে ৪৯৯ নম্বর। দ্বিতীয় গাজিয়াবাদেরই অনুষ্কা চন্দ্র। সে পেয়েছে ৪৯৮। তৃতীয় রাজস্থানের চাহত বোধরাজ। তার প্রাপ্ত নম্বর ৪৯৭। রাজ্যে সম্ভাব্য প্রথম বিড়লা হাই স্কুলের দেবাংশ চন্দক। ৫০০-র মধ্যে ৪৯৫ পেয়েছে সে। ট্যুইট করে সফল পরীক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এবার পাশের হার ৮৩.০১ শতাংশ। গতবার পাশের হার ছিল ৮২.০২ শতাংশ। এবার প্রায় এক শতাংশ পাশের হার বেড়েছে। ছাত্রদের পাশের হার ৭৮.৯৯ শতাংশ। ছাত্রীদের পাশের হার ৮৮.৩১ শতাংশ। সবকটি অঞ্চলের মধ্যে সেরা ফল কেরলের তিরুঅনন্তপুরমের। এখানে পাশের হার ৯৭.৩২ শতাংশ। বিশেষভাবে সক্ষম ছাত্র-ছাত্রীদের মধ্যে সেরা পালাক্কাডের বিজয় গণেশ। বিশেষভাবে সক্ষম ১৪১ জন ছাত্র-ছাত্রী ৯০ শতাংশের বেশি নম্বর পেয়েছে। বিদেশের স্কুলগুলির ছাত্র-ছাত্রীদের পাশের হার ৯৪.৯৪ শতাংশ।

এবার ১১ লক্ষের বেশি ছাত্র-ছাত্রী পরীক্ষা দেয়। প্রশ্ন ফাঁস হওয়া নিয়ে দেশজুড়ে বিতর্ক তৈরি হয়। অর্থনীতির পরীক্ষা ফের নেওয়া হয়।