নয়াদিল্লি: অবশেষে রাজনাথ সিংহের মধ্যস্থতায় অরবিন্দ কেজরীবালের সরকারি বাসভবনের সামনে আমরণ অনশনে বসা বিজেপি এমপি মহেশ গিরি পিছু হটলেন। অনশন-ধরনা তিনদিনে পা রাখার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর আবেদনে সাড়া দিয়ে তিনি আমৃত্যু অনশন তুলে নিলেন। রাজনাথ আজ অনশনস্থলে গিয়ে তাঁকে অনুরোধ করেন। দিল্লির মুখ্যমন্ত্রীর বাসভবন থেকে কয়েক মিটার দূরে অনশনস্থলে এক গ্লাস জল খেয়ে অনশন তুলেও অবশ্য তাঁকে বিতর্কে নামার চ্যালেঞ্জ ছুঁড়ে দেন মহেশ। বলেন, এনডিএমসি-র এস্টেট অফিসার মহম্মদ মঈন খানের মৃত্যুর ব্যাপারে তাঁর সঙ্গে বিতর্কে নামুন কেজরীবাল। এজন্য মহেশ আগামী ২৪ ঘণ্টা সময় দিয়েছেন তাঁকে।

 

কেজরীবাল অভিযোগ করেছিলেন, খানের হত্যায় জড়িত মহেশ। পাল্টা তাঁকে দাবির স্বপক্ষে প্রমাণ পেশ করতে বলে কেজরিবালের বাসভবনের বাইরে আমরণ অনশনে বসেন মহেশ। বলেন, প্রমাণ দিতে না পারলে ক্ষমা চাইতে হবে মুখ্যমন্ত্রীকে। তবে কেজরীবালও চুপ করে থাকেননি। তিনিও দাবি করেন, নয়াদিল্লি পুরসভার লিজ দেওয়া জমির ওপর তৈরি কনট হোটেলের লিজের শর্তের ওপর চূড়ান্ত রায় বেরনোর আগের দিন খানের হত্যায় জড়িত মহেশকে গ্রেফতার করতে হবে।

রাজনাথ এদিন অনশনস্থলে দাঁড়িয়ে বলেন, উনি বিতর্কের চ্যালেঞ্জ জানিয়েছেন। চ্যালেঞ্জ গ্রহণ করাটা সাহস, ক্ষমতা, বিবেকের ব্যাপার। কিন্তু একটা জীবন তো চ্যালেঞ্জের জন্য বিপন্ন করে তোলা যায় না। শোনা যাচ্ছে, সম্ভবত খানের হত্যার ব্যাপারে মহেশকে নিরপেক্ষ তদন্তের ভরসা দিয়েছেন রাজনাথ।

এদিকে রাজনাথ মহেশের অনশনস্থলে যাওয়ায় তাঁকে কটাক্ষ করছে আপ। ট্যুইট করে আপের আশিস খৈতান বলেন, এই প্রথম একজন স্বরাষ্ট্রমন্ত্রী খুনে জড়িত সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদের নির্দেশ না দিয়ে তাঁকে সংবর্ধনা জানাচ্ছেন!

কেজরীবালও কারও নাম না করে আগে বলেছেন, একজনকে তদন্তের হাত থেকে আড়াল করা হচ্ছে তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ‘কাছের লোক’ বলে!