নাগপুর: চাকরি-বাকরি, কর্মসংস্থানে স্থানীয়দের অগ্রাধিকার পাওয়া উচিত বলে বুধবার এখানে আইআইএমের স্থানীয় ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানের ভাষণে অভিমত জানালেন নিতিন গডকরী। এজন্য প্রয়োজনে একটি কঠোর আইন চালু করা হবে বলে জানিয়ে তিনি বলেছেন, এখানকার মাল্টি-মোডাল ইন্টারন্যাশনাল হাব এয়ারপোর্টে প্রজেক্টে অবশ্যই চাকরি পাওয়া উচিত ভূমিপুত্রদের। কেন্দ্রীয় পরিবহণমন্ত্রী বলেন, আগামী কয়েক বছরে মুম্বইয়ের কাছে জওহরলাল নেহরু পোর্ট ট্রাস্টের উন্নয়নের কাজে ১.২৫ লক্ষ কর্মসংস্থান হবে। আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছি, যাতে এর ৮০ শতাংশ কোঙ্কন উপকূল অঞ্চলের ছেলেমেয়েদের দেওয়া হয়।
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফঢ়নবিশ দাবি করেন, আগের কংগ্রেস-এনসিপি ডেমোক্র্যাটিক ফ্রন্ট সরকারের আমলে প্রকল্প ঘোষণার ১০ বছর বাদে কাজ শুরু হত। তিনি বলেন, মহারাষ্ট্র এয়ারপোর্ট ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড প্রকল্পে ক্ষতিগ্রস্ত মানুষজনের জন্য গুরুত্বপূর্ণ কাজ করেছে। অনেক সময়ই যাদের জমি নেওয়া হয়, তারা উন্নয়ন প্রক্রিয়ার বাইরেই পড়ে থাকেন। কিন্তু এখানে তা হবে না। ভূমিপুত্রদের সঙ্গে নিয়েই এখানে উন্নয়ন হচ্ছে। এটাই আমাদের উন্নয়নের মডেল যেখানে একেবারে লাইনের শেষের লোকটিও উন্নয়নের যাত্রী।