নয়াদিল্লি: বিভিন্ন বুথ ফেরত সমীক্ষার পূর্বাভাস অনুযায়ী দিল্লি বিধানসভার নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফের তখতে বসতে চলেছে আম আদমি পার্টি (আপ)। এবারের দিল্লি বিধানসভা নির্বাচনের প্রচারে উন্নয়নকেই হাতিয়ার করেছিল অরবিন্দ কেজরিবালের দল। আর সেই কৌশলে বিজেপি ধরাশায়ী হতে চলেছে বলেই পূর্বাভাস বুথ ফেরত সমীক্ষাগুলির। দিল্লিতে আগামীকাল মঙ্গলবার ভোট গণনা। তার আগে মুখ্যমন্ত্রী কেজরীবাল বলেছেন, সস্তায় বিদ্যুত্ সরবরাহের বিষয়টি যে জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে উঠে আসছে, এতে তিনি খুশি। তিনি বলেছেন, দিল্লি দেখিয়ে দিয়েছে যে, এতে ভোট পাওয়া যায়।
দিল্লি সরকারের মতোই মহারাষ্ট্র সরকারের বিদ্যুতে ভর্তুকি দেওয়ার খবর সম্পর্কে কেজরিবাল বলেছেন, একুশ শতকে ভারতে সস্তায় সর্বক্ষণ বিদ্যুত পাওয়ার সুযোগ থাকা উচিত।
কেজরিবালের ট্যুইট, জাতীয় রাজনৈতিক আলোচনায় যে সস্তায় বিদ্যুত একটি অংশ হয়ে উঠেছে, তাতে আমি খুশি। দিল্লি দেখিয়েছে যে, সস্তা বা বিনামূল্যে বিদ্যুত্ পৌঁছে দেওয়া যায়। দিল্লি দেখিয়েছে যে, এতে ভোটও পাওয়া যায়। একুশ শতকের ভারতে সস্তায় ২৪x ৭ বিদ্যুত সরবরাহ থাকা উচিত।
সস্তায় বিদ্যুৎ জাতীয় রাজনীতিতে আলোচ্য হয়ে ওঠায় খুশি কেজরিবাল
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
10 Feb 2020 08:04 PM (IST)
দিল্লি সরকারের মতোই মহারাষ্ট্র সরকারের বিদ্যুতে ভর্তুকি দেওয়ার খবর সম্পর্কে কেজরিবাল বলেছেন, একুশ শতকে ভারতে সস্তায় সর্বক্ষণ বিদ্যুত পাওয়ার সুযোগ থাকা উচিত।
ফাইল ছবি
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -