নয়াদিল্লি: ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে টেস্ট সিরিজে টানটান উত্তেজনায় আম্পায়ারদের ডিসিসন রিভিউ সিস্টেম (ডিআরএস) নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছিল। সিরিজের দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়ার অধিনায়ক ডিআরএস নিতে গিয়ে ড্রেসিংরুমের সাহায্য চেয়েছিলেন। এই ঘটনা ঘিরে ভারত অধিনায়ক তীব্র ক্ষোভ ব্যক্ত করেছিলেন। হাইভোল্টেজ সেই সিরিজের প্রসঙ্গ উঠে এল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও সফররত অসি প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলের বৈঠকেও। মজার ছলে মোদী বললেন, ভাবতে ভালো লাগছে যে, আমাদের সিদ্ধান্ত ডিআরএসের আওতায় নয়।
টার্নবুলের সঙ্গে বৈঠকের পর মোদীর কথায় দুই দেশের সম্পর্কের গভীরতা বোঝাতে এসেছে ক্রিকেটের প্রসঙ্গ।টার্নবুলের সফরও সদ্যসমাপ্ত টেস্ট সিরিজে স্মিথের ব্যাটিংয়ের মতোই সফল হবে বলেও মন্তব্য করেন মোদী।
প্রধানমন্ত্রী বলেন, গত মাসেই একটা রোমাঞ্চকর সিরিজ শেষ হল। ২০১৪-তে অস্ট্রেলিয়ার পার্লামেন্টে ভাষণ দিতে গিয়ে আমি কিংবদন্তী ক্রিকেটার ব্র্যাডম্যান ও সচিন তেন্ডুলকরের কথা বলেছিলাম। এখন ভারতে বিরাট কোহলি ও অস্ট্রেলিয়ায় স্টিভেন স্মিথ তরুণ দল গড়ে তুলছেন।
সদ্য সমাপ্ত সিরিজে ৪৯৯ রান করেছিলেন স্মিথ। এই প্রসঙ্গ উল্লেখ করেই মোদী বলেছেন, স্মিথের ব্যাটিংয়ের মতো অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর সফরও ফলপ্রসু হবে বলেই আশা করছেন তিনি।
আমাদের সিদ্ধান্ত তো ডিআরএসের আওতায় নয়, অসি প্রধানমন্ত্রীকে মজার ছলে মোদী
ABP Ananda, web desk
Updated at:
10 Apr 2017 05:13 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -