নয়াদিল্লি: বিজয়ী রামনাথ কোবিন্দের প্রতি বিপুল সমর্থনের ঢল দেখে তাঁকে অভিনন্দন জানালেন নরেন্দ্র মোদী। এনডিএ প্রার্থীর জয়ের খবর পেয়েই তিনি ট্যুইট করেন, ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় রামনাথ কোবিন্দজীকে অভিনন্দন। তাঁর মেয়াদ সফল হোক, অনুপ্রেরণায় ভরে উঠুক, এই শুভেচ্ছা জানাই।




আরেকটি ট্যুইটে লেখেন, বিভিন্ন দলের এমপি, এমএলএ-দের মধ্যে রামনাথ কোবিন্দজীর প্রতি ব্যাপক সমর্থনের বহর দেখে আমি আহ্লাদিত। ইলেক্টরাল কলেজের সদস্যদেরও অভিনন্দন।




পাশাপাশি বিজিত মীরা কুমারকেও তাঁর প্রচারের জন্য অভিনন্দন জানিয়ে তিনি বলেন, আমরা যে গণতান্ত্রিক মূল্যবোধ, আদর্শের জন্য গর্ববোধ করি, তার সঙ্গে সাযুজ্য রেখেই হয়েছে ওনার প্রচার।




বিজেপি সভাপতি অমিত শাহ 'গরিবের জয়' বলে স্বাগত জানিয়েছেন কোবিন্দের নির্বাচনকে। বলেছেন, এটা ঐতিহাসিক জয়। তিনি ট্যুইট করেছেন, ২০১৭-র রাষ্ট্রপতি নির্বাচনে চমত্কার জয়ের জন্য অভিনন্দন শ্রী রামনাথ কোবিন্দজীকে। ওনার জয় সত্যিই ঐতিহাসিক। এটা দরিদ্র, প্রান্তিক, পিছিয়ে পড়া জনতা ও তাঁদের আকাঙ্খা পূরণের জয়।




পাশাপাশি কোবিন্দকে অভিনন্দন জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। তাঁর ট্যুইট, রামনাথ কোবিন্দজীকে অভিনন্দন, যিনি আমাদের আগামী রাষ্ট্রপতি হচ্ছেন।