গুরগাঁও: সেক্টর ১৫-তে অফিসের সামনে সবুজ ধ্বংস করে রাস্তা তৈরির অভিযোগ করে গুগল ইন্ডিয়া লিমিডেটকে কারণ দর্শানোর নোটিশ পাঠালো গুরগাঁও মেট্রোপলিটন ডেভেলাপমেন্ট অথরিটি (জিএমডিএ)। অভিযোগ, ৮ নম্বর জাতীয় সড়কে সরাসরি পৌঁছনোর জন্য কোনও প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই গুগল ইন্ডিয়ার অফিসের সামনের গ্রিন বেল্ট নষ্ট করা হয়েছে।
যদিও গুগল ইন্ডিয়ার পক্ষ থেকে বলা হয়েছে, ওই অফিস ভবনটি রিয়েল এস্টেট সংস্থা ইউনিকেট লিমিটেডের মালিকানাধীন। ওই সংস্থাই রাস্তাটি তৈরি করেছে।
জিএমডিএ-র অতিরিক্ত সিইও এমডি সিনহা বলেছেন, ৮ নম্বর জাতীয় সড়কের সঙ্গে সংযোগের লক্ষ্যে গুগল সবুজ পরিসর জবর দখল করে চুপিসারে ২০ মিটার লম্বা ও ১২ মিটার চওড়া একটি রাস্তা তৈরি করেছে। খুবই গোপনে এই কাজ করা হয়েছে। এক্ষেত্রে পঞ্জাব শিডিউলড রোডস অ্যান্ড কন্ট্রোল এরিয়া আইন লঙ্ঘন করা হয়েছে। এছাড়াও এতে পঞ্জাবের ভূমি সংরক্ষণ আইন এবং ভারতীয় দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারাও ভাঙা হয়েছে।
জিএমডিএ গুগল ইন্ডিয়া লিমিডেটের ভিপি ও এমডি রঞ্জন আনন্দনের নামে শোকজ নোটিশ পাঠিয়েছে।
জিএমডিএ গুগলকে ১২ ঘন্টার মধ্যে উল্লিখিত এলাকায় যাবতীয় কাঠামো সরিয়ে দিয়ে পূর্বাবস্থা ফেরানোর নির্দেশ দিয়েছে।
গুগল ইন্ডিয়া লিমিটেডের কর্পোরেট কমিউনিকেশনের প্রধান গৌরব ভাস্কর বলেছেন, ইউনিটেক লিমিটেডের কাছ থেকে তাঁরা ওই ভবনটি ভাড়া নিয়েছেন। সবুজ পরিসরে যে নির্মাণ হয়েছে তা করেছে ইউনিটেক লিমিটেড।
গুরগাঁওয়ে সবুজ ধ্বংস করে রাস্তা, গুগল ইন্ডিয়াকে নোটিশ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
28 Jun 2018 07:55 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -