পটনা: বিতর্কে ইতি টানতে উদ্যোগী হলেন লালুপ্রসাদ যাদবের পুত্র তেজপ্রতাপ। এদিন তিনি বিহারের উপ-মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে জানান, তিনি অপরাধী বা সন্ত্রাসবাদী নন। সুশীল মোদী যেন নির্ভয়ে ছেলের বিয়ে নিয়ে এগিয়ে যান।
সম্প্রতি, সুশীল মেদীর ছেলে উৎকর্ষের বিয়ে ভেস্তে দেওয়ার হুমকি দেন আরজেডি নেতা তেজপ্রতাপ। তাঁর মন্তব্য নিয়ে জোর বিতর্ক হয়। গতকাল, বিহারের উপ-মুখ্যমন্ত্রীর দফতরের তরফে জানিয়ে দেওয়া হয়, নিরাপত্তাজনিত কারণে বিয়ের অনুষ্ঠানের জায়গা রাজেন্দ্র নগরের শাখা ময়দানের জায়গা বদল করে বিমানবন্দরের কাছে ভেটেরিনারি কলেজ ময়দানে করা হচ্ছে।
এই প্রেক্ষিতে এদিন তেজপ্রতাপ বলেন, আমি অপরাধী বা সন্ত্রাসবাদী নই। জনসভায় আমি যা বলেছি, সুশীল মোদীর উচিত হয়নি তা গুরুত্ব দেওয়ার। ওনার উচিত নির্দ্বিধা ও নির্ভয়ে ছেলের বিয়ে দেওয়া। যদিও, তিনি আশঙ্কা করছেন, সুশীল মোদী নিজে বিয়েতে হাঙ্গামা করিয়ে তাঁর ও আরজেডির নাম খারাপ করতে পারেন।
এদিকে, ছেলের মন্তব্য ঘিরে তৈরি হওয়া বিতর্ককে গুরুত্ব দিতে নারাজ আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদব। তিনি বলেন, তেজপ্রতাপ শুধু ফোঁস করেছে। তাতেই ওরা এত ভয় পেয়ে গিয়েছে। ওদের উচিত বিয়ের অনুষ্ঠান নিয়ে নির্দ্বিধায় এগিয়ে যাওয়া। আমার শুভেচ্ছা ওদের সঙ্গে রইল।