মোরাদাবাদ(উত্তরপ্রদেশ): রাস্তার ভিখারিও সোয়াইপ মেশিন ব্যবহার করেন, ডিজিটাল লেনদেন প্রসঙ্গে হোয়াটস্ অ্যাপে ছড়িয়ে পড়া একটি ভিডিও-র উদাহরণ দিয়ে এমনই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, ভারতীয়রা নতুন কিছু গ্রহণ করতে কখনও দেরি করে না, অবশ্যই, তা যদি সৎ উদ্দেশ্যে হয়।
উল্লেখ্য, সম্প্রতি হোয়াটস্ অ্যাপে এই ভিডিওটি ভাইরাল হয়ে গিয়েছে। সোয়াইপ মেশিনে টাকা নিচ্ছেন এক ভিখিরি। ভিডিওটির প্রসঙ্গ টেনে মোদী বলেন, জানি না ঘটনাটা সত্যি কিনা, তবে ভিডিওটিতে দেখা যাচ্ছে, এক ব্যক্তি চেঞ্জ না থাকায় ভিখারিকে টাকা দিতে পারছেন না। তখন ভিখিরিই তাঁকে আশ্বস্ত করে বলেন, চিন্তা করবেন না। ঝোলা থেকে সোয়াইপ মেশিন বের করে ডেবিট কার্ড চান তিনি। হাসিতে ফেটে পড়ে আশপাশের লোকজন।
ডিজিটাল ক্যাশলেস লেনদেনের ক্ষেত্রে এরই ব্যাপকতা দেখতে চান মোদী। মোদী বলেন, ভালো কিছু গ্রহণ করতে কখনও সময় নেয় না ভারতীয়রা। নিন্দুকদের উদ্দেশ্যে বলেন, বিরোধীরা মানুষকে বিভ্রান্ত করছে। সমালোচকদের কটাক্ষ করে মোদী বলেন, এখন তাদের মুখের চেহারা বদলে গেছে। মুখ ফ্যাকাশে হয়ে গেছে। আগে তারা 'মানি মানি' করতেন, এখন 'মোদী মোদী' করছেন।
গো ডিজিটাল, সোয়াইপ মেশিন ব্যবহার করছেন গরিবরাও, বললেন মোদী
Web Desk, ABP Ananda
Updated at:
03 Dec 2016 08:54 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -