নয়াদিল্লি: ফাইল ডাঁই করে, কাগজ ছড়িয়ে ছিটিয়ে রেখে কাজ দেখানোর দিন শেষ। প্রধানমন্ত্রীর পুরস্কার পেতে চান? লগ ইন করুন ই- অফিসে। প্রধানমন্ত্রীর অফিস জানিয়েছে, ‘প্রগতি’ প্রকল্পের অধীনে কেন্দ্রীয় সরকারি অফিসগুলি কাগজের ব্যবহার বন্ধ করে সঠিকভাবে ই-অফিস চালু করতে পারলে তাদের পুরস্কৃত করা হবে। এর ফলে সরকারি কাজকর্ম যেমন স্বচ্ছ ও সহজ হবে, তেমনই গতি আসবে প্রশাসনিক কাজে। প্রধানমন্ত্রীর অফিসের প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিংহ সব মন্ত্রীদের চিঠি লিখে এ ব্যাপারে অনুরোধ করেছেন। নির্দিষ্ট সময়ের মধ্যে অফিসের কাজকর্মে কাগজপত্রের ব্যবহার বন্ধের জন্য আর্জি জানিয়েছেন তিনি। আরও বলেছেন, পঞ্চায়েতিরাজ মন্ত্রক ইতিমধ্যেই পুরোপুরি ই-অফিস চালু করেছে, গ্রামোন্নয়ন মন্ত্রকও দ্রুত এগোচ্ছে এই পথে। এ ক্ষেত্রে যে সব সরকারি বিভাগের কাজ অনুসরণযোগ্য হবে, প্রতি বছর প্রধানমন্ত্রী স্বয়ং তাঁদের পুরস্কৃত করবেন।