পানাজি: পুরনো সেতু ভেঙে নদীতে পড়ে গেলে অন্তত ২ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ আরও ৩০। ঘটনাটি ঘটেছে গোয়ায়।
খবরে প্রকাশ, দক্ষিণ গোয়ার চার্চোরেম গ্রামে সানভোর্দেম নদীর ওপর থাকা একটি পর্তুগীজ জমানার ফুটব্রিজ বৃহস্পতিবার সন্ধ্যায় ভেঙে যায়। বহু মানুষ নদীতে পড়ে যান। প্রত্যক্ষদর্শীরা জানান, এক যুবক ওই সেতুতে উঠে আত্মহত্যার চেষ্টা করছিলেন। তাঁকে বাঁচাতে দমকল কর্মীরা সেতুর ওপর ওঠেন। ঘটনা দেখার জন্য জনা ৫০ উৎসুক মানুষও সেতুর ওপর ওঠেন। সেই সময় আচমকা সেতুটি ভেঙে পড়ে। কয়েকজন সাঁতরে পার হন। স্থানীয়রা ও দমকল বাহিনীর কর্মীরা আরও কয়েকজনকে বাঁচান। কিন্তু, তা সত্ত্বেও, ২ জন মারা গিয়েছেন। আরও ৩০ জন নিখোঁজ রয়েছেন বলে জানা গিয়েছে। উদ্ধারকার্যে নৌসেনা ও উপকূলরক্ষী বাহিনীর সহায়তা চেয়েছেন মুখ্যমন্ত্রী মনোহর পর্রীকর।
গোয়া: আত্মহত্যা রুখতে গিয়ে বিপত্তি, ভিড়ে সেতু ভেঙে মৃত ২, নিখোঁজ ৩০
Web Desk, ABP Ananda
Updated at:
18 May 2017 10:08 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -