মুম্বই: পড়ুয়াদের জন্য বিশেষ অফার নিয়ে এল দেশীয় বাজেট বিমান সংস্থা গো-এয়ার। সংস্থার তরফে জানানো হয়েছে, যে সকল পড়ুয়া অন্যত্র অ্যাডমিশনের জন্য যাচ্ছে বা সেখান থেকে বাড়ি ফিরছে, তাঁদের টিকিটের দাম কম নেওয়া হবে। একইসঙ্গে, মালপত্র নিয়ে যাওয়ার ঊর্ধ্বসীমাও বাড়ানো হবে বলে জানানো হয়েছে।
এক বিজ্ঞপ্তি জারি করে গো-এয়ার জানায়, পড়ুয়াদের জন্য বিমানভাড়ার বেস প্রাইসে পাঁচ শতাংশ ছাড় দেওয়া হবে। পাশাপাশি, নির্ধারিত ১৫ কিলোগ্রামের ঊর্ধ্বসীমার বাইরে অতিরিক্ত ১০ কিলোগ্রাম মালপত্রও বিনামূল্যে বহন করতে পারবেন পড়ুয়ারা।
সংস্থা জানিয়েছে, বছরের এসময়ে পড়ুয়ারা অন্যান্য শহরে পরীক্ষা দিতে যান বা ফিরে আসেন। অথবা নতুন কলেজ ও স্কুলে ভর্তি হওয়ার জন্য শহর পরিবর্তন করেন। তাঁদের কথা ভেবেই এই বিশেষ ছাড় দেওয়া হচ্ছে। তারা জানিয়েছে, এই অফার পেতে হলে পড়ুয়াদের কলেজের বৈধ পরিচয়পত্র পেশ করতে হবে।
পড়ুয়াদের জন্য বিশেষ অফার গো-এয়ার সংস্থার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
30 May 2016 10:10 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -