৭৩৬ টাকায় বিমানযাত্রা, অফার গো এয়ারের
Web Desk, ABP Ananda | 23 Nov 2016 08:35 AM (IST)
নয়াদিল্লি: যাত্রীদের জন্য এবার কম টাকায় বিমানযাত্রার অফার উড়ান সংস্থা গো এয়ার-এর। মাত্র ৭৩৬ টাকায় টিকিট বুকিং-এর অফার দিচ্ছে তারা। সংস্থার তরফে জানানো হয়েছে, সমস্ত রুটে যাওয়ার ক্ষেত্রেই এই অফার মিলবে। গ্রাহক সন্তোষের কথা ভেবেই এই সিদ্ধান্ত। বিশেষ এই লো ফেয়ার অফার শুরু হচ্ছে ৭৩৬ টাকা থেকে। ২০১৭-র ৯ জানুয়ারি থেকে ৩১ মার্চ পর্যন্ত ভ্রমণের ক্ষেত্রে এই অফারটি প্রযোজ্য। তবে টিকিট বুক করে ফেলতে হবে ২৪ নভেম্বরের মধ্যে।