নয়াদিল্লি: গতকালই ৪৬-তম জন্মদিন কাটিয়েছেন। আর তার পরদিনই বিদেশ যাত্রার খবর শোনালেন রাহুল গাঁধী। কয়েকটা দিনের জন্য দেশের বাইরে যাচ্ছেন, জানিয়েছেন নিজেই। তবে তাঁর গন্তব্য কোথায়, তা খোলসা করেননি কংগ্রেস সহ সভাপতি।
গত বছর আচমকা উধাও হয়ে গিয়েছিলেন রাহুল। এক-দুদিন নয়, টানা ৫৬টি দিন তাঁকে কেউ দেখেনি। দেশেই কোথাও ছুটি কাটাচ্ছিলেন না বিদেশে গিয়েছেন, সে ব্যাপারে বিন্দুবিসর্গ জানা যায়নি। গোটা ব্যাপারটাই ছিল রহস্যাবৃত। কবে তিনি প্রকাশ্যে আসবেন, তা নিয়ে রীতিমতো জল্পনা চলে রাজনৈতিক মহলে। মুখে কুলুপ এঁটেছিল তাঁর দলও। সংসদের অধিবেশনের মধ্যেই তাঁর অনুপস্থিতিকে অস্ত্র করে ব্যঙ্গবিদ্রুপ করেছিল শাসক শিবিরও।
বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছে, ছেলের কংগ্রেস সভাপতি পদে অভিষেকের ব্যাপারটা আর ঝুলিয়ে রাখতে চাইছেন না সনিয়া গাঁধী। শীঘ্রই তিনি রাহুলের হাতে দলের ভার পাকাপাকি তুলে দিচ্ছেন। এমনকী, গতকাল জন্মদিনেই বহু প্রতীক্ষিত ঘটনাটি ঘটতে চলেছে, এমনও শোনা যাচ্ছিল। কিন্তু তা হয়নি।
তবে রাহুল ট্যুইটারে বলেছেন, 'সংক্ষিপ্ত সফরে কয়েকটা দিনের জন্য দেশের বাইরে যাচ্ছি। গতকাল যাঁরা আমার সঙ্গে দেখা করে শুভেচ্ছা জানিয়েছেন, সবাইকেই ধন্যবাদ। আপনাদের স্নেহ, ভালবাসায় সত্যিই কৃতজ্ঞতায় মন ভরে উঠেছে।' কিন্তু কোথায় যাচ্ছেন, জানাননি।
২০১৩-র চিন্তন শিবিরে সহ সভাপতি হওয়ার পর দলের ভাগ্য বদলাতে পারেননি রাহুল। ২০১৪-র সাধারণ নির্বাচনে ভরাডুবি হয়েছে কংগ্রেসের। পরপর অসম, কেরল সহ সাম্প্রতিক কয়েকটি বিধানসভা ভোটেও পরাজয়ের গ্লানি জুটেছে। বড়ই কঠিন সময়ের মধ্যে রয়েছে কংগ্রেস। সত্যিই কবে রাহুল দলের রাশ পুরোপুরি নিজের হাতে নিচ্ছেন, উত্তর নেই।
কয়েকদিনের বিদেশ সফরে যাচ্ছেন, কোথায়, জানালেন না রাহুল
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
20 Jun 2016 06:50 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -