মুম্বই: রিলায়েন্স কমিউনিকেশনে কর্মরত প্রায় ১২০০ কর্মীর কপালে চিন্তার ভাঁজ। কারণ, মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তি জারি করে অনিল অম্বানির সংস্থা রিলায়েন্স কমিউনিকেশনের তরফে জানানো হয়, আগামী মাসের মধ্যেই তাঁরা তাঁদের ওয়্যারলেস ব্যবসার বেশিরভাগটা বন্ধ করে দেবেন। এরফলে কাজ হারাতে পারেন প্রায় ১২০০ কর্মী। মঙ্গলবার সংস্থার তরফে জানানো হয়েছে, নভেম্বর মাসের ৩০ তারিখই তাঁদের সংস্থায় শেষ দিন। এই ঘোষণার পর কার্যত তাঁরা বিপর্যস্ত, কারণ, এইমুহূর্তে বাজারে তেমন কোনও ভাল বিকল্প চাকরিও নেই, মত বিশেষজ্ঞদের।
মানব সম্পদ দফতরের তরফে দাবি করা হয়েছে, সবচেয়ে সমস্যায় পড়বেন আট বছর বা তার বেশি অভিজ্ঞতা রয়েছে যাঁদের সেই সমস্ত কর্মীরা। সমস্যায় পড়বেন জুনিয়র-লেভেল কর্মীরাও। কারণ, বাজার আরও ছোট হয়ে আসবে। এই পরিস্থিতিতে নতুন চাকরি পাওয়া কার্যত কঠিন হয়ে যাবে। এই ক্ষেত্রে বিশেষজ্ঞ এক ব্যক্তি জানিয়েছেন, এইমুহূর্তে কর্মীদের চাকরির প্রোফাইল বা পে-প্যাকেজের দিকে তেমন নজর না দিয়ে, চাকরি পেলেই নিয়ে নেওয়া উচিত। কয়েকজনকে ই-কমার্স বা লজিস্টিক ইন্ডাস্ট্রিতে পাঠানো হলেও, বেশিরভাগের হাতেই কোনও চাকরি থাকবে না। স্টাফিং ফার্ম টাইমলিজ সার্ভিসের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্টের দাবি, আগামী কয়েক সপ্তাহের মধ্যে তাঁদের কাছে আর.কমের কর্মীদের প্রচুর সিভি আসবে বলে তাঁদের ধারণা।
তবে সংস্থার এই পরিবর্তন সম্পর্কে সজাগ এক সূত্রের দাবি, রিলায়েন্স কমের তিন হাজার কর্মীর মধ্যে হাজার থেকে ১২০০ কর্মী চাকরি হারাবেন এর প্রভাবে। তবে শুধু চাকরি যাবে না, রিলায়েন্স কমিউনিকেশনের কর্মীরা তাঁদের নভেম্বরের মাইনে পাবেন আরও এক থেকে দেড় মাস দেরিতে। তবে সেখানকার কর্মীদের ওপর এতদিন যে নিষেধাজ্ঞা ছিল রিলায়েন্স জিও ইনফোকমে তাঁরা যোগ দিতে পারবেন না, সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে সংস্থার তরফে।
রিলায়েন্স কমিউনিকেশন বন্ধ করতে চলেছে ওয়্যারলেস ব্যবসা? কাজ হারাবেন প্রায় ১২০০ কর্মী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
26 Oct 2017 04:15 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -