মধ্যপ্রদেশের মন্দির থেকে চুরি ১৫ কোটি টাকা দামের সোনার কলস
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
27 Jul 2018 03:10 PM (IST)
90075023
শিবপুরী: মধ্যপ্রদেশের খানিয়াধানার ঐতিহাসিক রাম জানকী মন্দিরের সোনার কলস চুরি গেল। পুলিশ সূত্রে এ কথা জানানো হয়েছে। গতকাল সকালে চুরির বিষয়টি প্রকাশ্যে আসতেই তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। শৈলেন্দ্র সিংহ জুদেও নামে স্থানীয় বাসিন্দা দেখতে পান যে, মন্দিরের চূড়ায় বসানো কলসটি নেই। জুদেও স্থানীয় নগর পঞ্চায়েতের সভাপতি। তিনি বিষয়টি পুলিশকে জানান। চুরি যাওয়ার সোনার কলসটির দাম প্রায় ১৫ কোটি টাকা।
চুরির খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে ডগ স্কোয়াড ও ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞদের নিয়ে আসে। পিচোর শহরের এসডিপিও আর পি মিশ্র এ কথা জানিয়েছেন।
খানিয়াধানার পূর্বতন রাজপরিবারের সদস্য জুদেও বলেছেন, এই মন্দিরটি তাঁদের পূর্বপুরুষদের আমলে তৈরি হয়েছিল। মন্দিরটি প্রায় ৩০০ বছরের প্রাচীন। চুরি যাওয়া কলসের ওজন প্রায় ৫৫ কেজি।
তিনি বলেছেন, এই কলসটি ওরছার বিখ্যাত রামরাজা মন্দিরের মতোই। দুটিই একইসঙ্গে বসানো হয়েছিল।
মন্দিরের পৃষ্ঠপোষকদের উদ্ধৃত করে এসডিপিও জানিয়েছেন, কলসটির বাজার মূল্য প্রায় ১৫ কোটি টাকা। তিনি জানিয়েছেন, এই ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। চোরেদের সন্ধানে তল্লাশি চলছে।
কলস চুরি যাওয়ার ঘটনায় তীব্র অসন্তোষ ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। গতকালই তাঁরা মন্দিরের বাইরে বিক্ষোভ প্রদর্শন করেন। ক্ষুব্ধ জনতা দোকানপাটও বন্ধ করে দেন। চোরেদের অবিলম্বে গ্রেফতার করতে না পারলে আন্দোলন আরও জোরাল করার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।
এসডিপিও জানিয়েছেন, কিছুদিন আগে মন্দিরটি সংস্কার করা হয়। মহারাষ্ট্রের নানদেদ থেকে এজন্য শ্রমিকদের নিয়ে আসা হয়। তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য নানদেদে পুলিশের একটি দল পাঠানো হয়েছে।
চোরদের ব্যাপারে হদিশ দিতে পারলে ১০ হাজার টাকার পুরস্কার ঘোষণা করেছেন পুলিশ সুপার রাজেশ হিঙ্গানকর।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -