যোধপুর: ধর্ষণ মামলায় দোষী হয়ে যোধপুর জেলে যাবজ্জীবন কারাবাস খাটছেন। সেখান থেকেই ফোনে আসারাম বাপুকে বলতে শোনা গিয়েছে, জেলজীবন হয়তো বেশদিনের হবে না, সুদিন আসবে! তাঁর ওই ফোনালাপের একটি অডিও ক্লিপ অনলাইনে ছড়িয়ে পড়েছে।
যোধপুর সেন্ট্রাল জেলের ডিআইজি বিক্রম সিংহ জানিয়েছেন, সাজা পেয়ে জেলে ঢোকার দুদিন বাদে গত শুক্রবার জেল কর্তৃপক্ষের অনুমতি নিয়েই ফোন করেছিলেন আসারাম। ১৫ মিনিটের অডিও ক্লিপটি সম্ভবত তখনই রেকর্ড করা হয়।
৫ বছর আগে নিজের আশ্রমে একটি মেয়েকে ধর্ষণের মামলায় দোষী ঘোষিত হয়েছেন এই স্বঘোষিত গডম্যান।
পুলিশকর্তাটি বলেন, বন্দিরা মাসে একবার যে কোনও দুটি নম্বরে বাইরের কারও সঙ্গে ৮০ মিনিট কথা বলার অনুমতি পান। শুক্রবার আসারাম সন্ধ্যা সাড়ে ৬ টায় সবরমতী আশ্রমে এক সাধককে ফোন করে কথা বলেন। হয়তো সেই কথোপকথনই রেকর্ড করে ছড়িয়ে দেওয়া হয়েছে।
অডিও ক্লিপে আসারামকে প্রথমে শান্তি বজায় রাখায়, রায়দানের দিন যোধপুরে না আসায় অনুগামীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলতে শোনা গিয়েছে, আইনশৃঙ্খলা, নিয়ম মানা উচিত আমাদের। আমি সেটাই করি।
মুষ্টিমেয় কিছু ব্যক্তি তাঁর আশ্রমের বদনাম করে তা দখল করতে চাইছে বলে দাবি করেন আসারাম। অডিওতে তিনি বলেছেন, এ ধরনের প্ররোচনায় কান দেবে না। আশ্রমের লেটারহেডে কিছু ছাপিয়ে প্রচার করা হলেও বিশ্বাস করবে না।
ধর্ষণ মামলায় সহ অভিযুক্ত, দোষী ঘোষিত শিল্পী ও শরত্ চন্দকে আগে তিনি ছাড়ানোর ব্যবস্থা করবেন বলে জানিয়েছেন আসারাম। দুজনেরই ২০ বছর জেল হয়েছে। আসারাম বলেছেন, অভিভাবকদের আগে তো সন্তানদের কথাই ভাবতে হয়। ওদের মুক্তির জন্য আরও আইনজীবীর দরকার হলে তাও করা হবে। তারপর বাপু নিজে জেল থেকে বেরবে। নিম্ন আদালতে বিচারে ভুল হয়ে থাকলে উচ্চতর আদালতে গিয়ে সংশোধনের সুযোগ আছে। সত্যকে ঢেকে রাখা যায় না, মিথ্যাও নিজের পায়ে দাঁড়াতে পারে না। অভিযোগ যা-ই উঠুক, তাতে কিছু আসে যায় না। সুদিন আসবেই।