কোচি: জম্মুর কাঠুয়ায় ৮ বছরের মেয়েকে ধর্ষণ ও খুনের ঘটনা নিয়ে কেরলের এক বেসরকারি ব্যাঙ্ক কর্মচারীর অসংবেদনশীল মন্তব্য ঘিরে নিন্দার ঝড়। শেষপর্যন্ত ওই কর্মীকে বরখাস্ত করল ব্যাঙ্ক কর্তৃপক্ষ।
সোশ্যাল মিডিয়ায় বিদ্বেষমূলক মন্তব্যের জেরে কোচি ব্রাঞ্চের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারকে বরখাস্ত করল ওই বেসরকারি ব্যাঙ্ক।
৮ বছরের মেয়েটির প্রসঙ্গ উল্লেখ করে বিষ্ণু নামে ওই কর্মী তাঁর ফেসবুক পেজে লেখেন, 'এই বয়সেই মেয়েটিকে খুন খুব ভালো হয়েছে। নাহলে ও বড় হয়ে ভারতে বোমা ফেলার জন্য ফিরে আসত'।
কখন এই মন্তব্যটি পোস্ট করা হয়েছে, তা স্পষ্ট নয়। কিন্তু পোস্টটি ছড়িয়ে পড়ে। ব্যাঙ্কের ফেসবুক পেজে ওই কর্মীকে বরখাস্ত করার আর্জি জানিয়ে একের পর এক কমেন্ট আসতে থাকে।
ট্যুইটারেও একই দাবিতে সোচ্চার হন নেটিজেনরা। তৈরি হয়ে যায়, হ্যাশট্যাগ ডিশমিশ ইয়োর ম্যানেজার।
গতকাল সন্ধেয় ব্যাঙ্কের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, 'গত বুধবারই বিষ্ণুকে চাকরি থেকে অদক্ষতার জন্য বরখাস্ত করা হয়েছে। একটা মর্মান্তিক ঘটনা সম্পর্কে প্রাক্তন কর্মী সহ অন্য কারুর এ ধরনের মন্তব্য খুবই দুঃখজনক। আমরা এই মন্তব্যের নিন্দা করছি'।