নয়াদিল্লি: আচার্য জগদীশ চন্দ্র বসুর ১৫৮ তম জন্মদিন পালন করল গুগল। গুগল-এর উইন্ডো খুললেই দেখা যাচ্ছে ল্যাবরেটরিতে বসে রয়েছেন বিজ্ঞানী। সামনের টেবিলে তাঁর বাঁদিকে ক্রেস্কোগ্রাফ এবং ডানদিকে সতেজ চারাগাছ। তিনিই প্রথম প্রমাণ করেন গাছেরও প্রাণ আছে। আবিষ্কার করেন উদ্ভিদের বৃদ্ধির হার মাপার যন্ত্র ক্রেস্কোগ্রাফ।



১৮৫৮ সালের আজকের দিনে বাংলাদেশে জন্মগ্রহণ করেন জগদীশ চন্দ্র। কলকাতা বিশ্ববিদ্যালয়ে পদার্থবিদ্যা নিয়ে পড়াশোনার পরই বিদেশ পাড়ি দেন তিনি। ভর্তি হন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে। ১৮৮৪ সালে তিনি সেখান থেকে সম্মানসূচক ন্যাচারাল সায়েন্স ট্রিপোস অর্জন করেন।  একই বছর লন্ডন বিশ্ববিদ্যালয় থেকেও তিনি বি.এসসি. ডিগ্রি লাভ করেন। পরে জানা যায় ১৮৮৪ সালে তিনি ক্যামব্রিজ থেকে একটি এম.এ ডিগ্রিও অর্জন করেন। এরপর ১৮৮৪ তে ফিরে আসেন দেশে। ১৮৮৫ সালে কলকাতার প্রেসিডেন্সি কলেজ(বর্তমানে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়)-এ অধ্যাপনার কাজে যুক্ত হন। কলকাতায় প্রতিষ্ঠা করেন বোস ইনস্টিটিউট। বিজ্ঞানচর্চায় অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে আচার্য জগদীশ চন্দ্র বসু ইংল্যান্ডের রয়েল সোসাইটির ফেলো হিসেবে মনোনীত হন।  ১৯৩৭ সালের ২৩ নভেম্বর গিরিডিতে মৃত্যু হয় তাঁর।