মু্ম্বই: নিজস্ব ঢঙে ৭৭তম জন্মবার্ষিকীতে রাহুল দেববর্মণের প্রতি শ্রদ্ধা জানাল জনপ্রিয় ইন্টারনেট সার্চ ইঞ্জিন গুগল। তাঁর স্মৃতিতে এদিন গুগল নিজেদের হোমপেজে ‘ডুডল’ তৈরি করে। ওই ডুডলে প্রয়াত গায়ক ও সঙ্গীত পরিচালকের এক নির্মল স্মিতহাস্য মুখ বসানো। পাশাপাশি, তাঁর রচিত কিছু জনপ্রিয় গান ও ছবির টুকরো দেখানো হয়েছে। বলিউডের জনপ্রিয় সঙ্গীত পরিচালক সচিন দেববর্মণের ছেলে রাহুল নিজেও সিনেমার জগতে খ্যাতি অর্জন করেছিলেন। ভালবেসে তাঁকে সকলে পঞ্চম দা হিসেবে ডাকতেন। বলা যেতে পারে, হিন্দি ছবির সঙ্গীতে তিনি বিপ্লব এনেছিলেন। ভারতে তিনি ইলেকট্রনিক রক মিউজিককে জনপ্রিয় করেছিলেন। একইসঙ্গে জ্যাজ ও আরবী সঙ্গীতের অদ্ভূত মিশেল তৈরি করেছিলেন। তাঁর গান বহু হিন্দি ছবিকে জনপ্রিয় করেছিল। সেই তালিকায় রয়েছে- ‘কাটি পতং’, ‘হরে রাম হরে কৃষ্ণ’, ‘ক্যারাভান’, ‘শোলে’, ‘ইয়াদোঁ কি বারাত’। একইভাবে ‘অমর প্রেম’, ‘আঁধী’, ‘পরিচয়’, ‘ইজাজাত’, ‘কিনারা’, ‘খুশবু’ এবং ‘১৯৪২ এ লাভ স্টোরি’ ছবিতে তাঁর দেওয়া সঙ্গীত আজও অমলিন। ১৯৯৪ সালে তিনি মারা যান।