নয়াদিল্লি: ডুডলের মাধ্যমে বিশেষ বিশেষ দিনগুলি উদযাপন করে ইন্টারনেটের জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল। আজও ডুডলের মাধ্যমেই ভারতের ৬৯-তম প্রজাতন্ত্র দিবসে শ্রদ্ধা জানাল গুগল। ১৯৪৯ সালের ২৬ নভেম্বর ভারতের সংবিধান পরিষদে সংবিধান গৃহীত হলেও, ১৯৫০ সালের ২৬ জানুয়ারি ভারতের সংবিধান কার্যকর হয়। সেদিন থেকেই এই দিনটি প্রজাতন্ত্র দিবস হিসেবে পালিত হয়। এবারের প্রজাতন্ত্র দিবসও দেশের সর্বত্র যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালিত হচ্ছে। প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন। পদ্ম পুরস্কারও প্রদান করা হয়েছে। সঙ্গীত জগতে বিশেষ অবদানের জন্য পদ্মবিভূষণ খেতাব দেওয়া হয়েছে ইল্লাইয়ারাজাকে। মহেন্দ্র সিংহ ধোনি, পঙ্কজ আডবাণী পদ্মভূষণে ভূষিত হয়েছেন। পদ্মশ্রী খেতাব পেয়েছেন সাইখম মীরাবাই চানু, সোমদেব দেববর্মণ, মরলীকান্ত পেটকার, কিদম্বী শ্রীকান্ত।